Ajker Patrika

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৪৬
সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় স্বতন্ত্র  প্রার্থীরা

ফেনীর ফুলগাজীর ৫ নম্বর আমজাদহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। ওই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য চার স্বতন্ত্র প্রার্থী এমন শঙ্কা প্রকাশ করেছেন। নির্বাচন অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন। ভোটাররা বলছেন, নির্বাচন সুষ্ঠু হলে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

চেয়ারম্যান প্রার্থী সুরুজ্জামান বলেন, ‘আমরা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন চাই। যেন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। এ জন্য সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সুদৃষ্টি কামনা করছি। কারণ আওয়ামী লীগের হাইকমান্ড বরাবর সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমকি দিচ্ছেন। কেন্দ্র দখলের কথাও বলছেন। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছি।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মীর হোসেন মীরু বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি নির্বাচিত হব। আমি জনগণের ওপর ছেড়ে দিয়েছি। তবে কেন্দ্র দখল করে ভোট করার কোনো ইচ্ছে আমার নেই।’

ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘কেন্দ্র দখল করে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত