মো. আশিকুর রহমান
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হাওরবেষ্টিত ভাটির জনপদ নেত্রকোনা বাংলাদেশের একটি অন্যতম সীমান্তবর্তী প্রান্তিক জেলা। যুগে যুগে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরেণ্য ব্যক্তিত্বের জন্ম হয়েছে ভাটি বাংলার এই পলল মাটিতে। যাঁরা আমাদের এই দেশমাতৃকার সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করে তুলেছেন, তাঁদের স্বীয় মেধা ও সাধনার বলে। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্রে ২০১৭ সালের ৩০ জানুয়ারি নিয়মিত মন্ত্রিসভায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নীতি পাস হয় এবং ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয় এই অঞ্চলের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়—শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত।
স্থায়ী ক্যাম্পাস
নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজারের সন্নিকটে কুড়িয়া বিলে ৫০০ একর জায়গায় নির্মাণকাজ চলমান। ভূমি উন্নয়নকাজের সঙ্গে সঙ্গে দশতলাবিশিষ্ট একাডেমিক ভবন-৩ এবং চারতলাবিশিষ্ট প্রশাসনিক ভবনের কাজ চলমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ক্যাফেটেরিয়া, ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, লাইব্রেরি, মেডিকেল, ডে-কেয়ার ও ইয়োগা সেন্টারের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি প্রস্তাবিত ভবনগুলোর অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। স্থায়ী ক্যাম্পাসে থাকবে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, খেলার মাঠ, সুস্থ বিনোদনকেন্দ্র, সুচিকিৎসার জন্য উন্নত যন্ত্রপাতিসম্পন্ন মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া, শারীরিক শিক্ষাকেন্দ্র, মেডিটেশন হলসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পয়েন্টে সুপেয় পানির সুব্যবস্থা।
অস্থায়ী ক্যাম্পাস
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের সন্নিকটে নেত্রকোনা সদরের রাজুর বাজার টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে
ব্যবহৃত হচ্ছে।
অনুষদ ও বিভাগ
বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে তিনটি অনুষদের অধীনে চারটি বিভাগ। এগুলো হচ্ছে: কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। এ ছাড়া অ্যাকাউন্টিং, ফিন্যান্স ইত্যাদি যুগোপযোগী বিভাগ খোলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভর্তি হতে চাইলে
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থী ভর্তি করা হয়। বিস্তারিত জানতে চোখ রাখুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.shu.edu.bd)।
সুযোগ-সুবিধা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক পাঠ্যপুস্তকের ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত আন্তর্জাতিক মানের দুটি কম্পিউটার ল্যাব, একটি হার্ডওয়্যার ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক অনলাইন সভা আয়োজনের জন্য আধুনিক সুবিধাসংবলিত স্মার্ট বোর্ড ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের যোগযোগব্যবস্থা সহজীকরণের জন্য দুটি মিনিবাস ও তিনটি মাইক্রোবাস রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসাব্যবস্থা নিশ্চিতকরণে নিজস্ব অ্যাম্বুলেন্স-সুবিধা রয়েছে।
সংগঠন
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিটি বিভাগের নিজস্ব ক্লাব বিশ্ববিদ্যালয়কে করেছে আরও সমৃদ্ধ। ক্লাবগুলোতে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক বিতর্ক, আলোচনা, সেমিনার ও গ্রুপ স্টাডিতে ব্যস্ত থাকেন।
অর্জন ও উদ্যোগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ১০০ দিনব্যাপী চলা (১ ডিসেম্বর ২০২০ থেকে ১০ মার্চ ২০২১) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ নামে এই প্রতিযোগিতায় ৭ লাখ ৬৩ হাজার ৪০৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ১০০ জনকে নির্বাচিত করা হয়, যাদের মাঝে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ওমর ফারুক জেমস ১০০তম নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় কর্তৃক আত্তীকৃত কবি নির্মলেন্দু গুণের কবিতা কুঞ্জকে উন্নত ও বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নানা কর্মকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগসহ করোনা-১৯ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রয়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এ ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, শিক্ষাসফরের মতো কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহি ও দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক অবকাঠামোগত সব ধরনের কর্মকাণ্ডে অভিজ্ঞ জনসংযোগ দপ্তরের মাধ্যমে নিয়মিত খবর প্রকাশ এবং প্রতিবছর উন্নত মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার ডায়েরি গবেষণা ও প্রকাশনাবিষয়ক কর্মকাণ্ড সফলভাবে সম্পাদন করছে।
‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ। তিনি বলেন, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ভূমি উন্নয়ন, দশতলাবিশিষ্ট একাডেমিক ভবন-৩ এবং চারতলাবিশিষ্ট প্রশাসনিক ভবনের কাজ ত্বরান্বিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, লাইব্রেরি, টিএসসি, ক্যাফেটেরিয়া, মেডিকেল, ডে-কেয়ার ও ইয়োগা সেন্টারের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি প্রস্তাবিত ভবনগুলোর নির্মাণকাজ শুরু হবে। ২০২৫ সালের মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাসে রূপদান করতে আমরা বদ্ধপরিকর।’
দেশে তথ্যপ্রযুক্তির বিস্ময়কর অগ্রযাত্রা এক দশক থেকেই দৃশ্যমান। চতুর্থ শিল্পবিপ্লবের মোকাবিলায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত হতে হবে। সে জন্য আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নিজেদের প্রস্তুত করছি। হাওরবেষ্টিত ভাটির জনপদ নেত্রকোনার উন্নয়নের লক্ষ্যে হাওর গবেষণা, কৃষি এবং মৎস্য গবেষণা করা গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে কৃষি গবেষণার জন্য ৫০ একর, মৎস্য অভয়াশ্রম ও গবেষণা খাতে ১১০ একর জায়গার ওপর লেক তৈরির পরিকল্পনা রাখা হয়েছে। দেশের শিক্ষা গবেষণা এবং হাওরবেষ্টিত ভাটি অঞ্চলের লোকসংস্কৃতি, লোকগীতি, লোকসাহিত্যের গবেষণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে। এ জন্য আমরা গবেষণাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। শিক্ষক-গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও যেন পর্যাপ্ত সুযোগ পায়, এ বিষয়ে আমরা বদ্ধপরিকর।’
লেখক: অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, উপাচার্য, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হাওরবেষ্টিত ভাটির জনপদ নেত্রকোনা বাংলাদেশের একটি অন্যতম সীমান্তবর্তী প্রান্তিক জেলা। যুগে যুগে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরেণ্য ব্যক্তিত্বের জন্ম হয়েছে ভাটি বাংলার এই পলল মাটিতে। যাঁরা আমাদের এই দেশমাতৃকার সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করে তুলেছেন, তাঁদের স্বীয় মেধা ও সাধনার বলে। নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্রে ২০১৭ সালের ৩০ জানুয়ারি নিয়মিত মন্ত্রিসভায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নীতি পাস হয় এবং ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয় এই অঞ্চলের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়—শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত।
স্থায়ী ক্যাম্পাস
নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজারের সন্নিকটে কুড়িয়া বিলে ৫০০ একর জায়গায় নির্মাণকাজ চলমান। ভূমি উন্নয়নকাজের সঙ্গে সঙ্গে দশতলাবিশিষ্ট একাডেমিক ভবন-৩ এবং চারতলাবিশিষ্ট প্রশাসনিক ভবনের কাজ চলমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ক্যাফেটেরিয়া, ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, লাইব্রেরি, মেডিকেল, ডে-কেয়ার ও ইয়োগা সেন্টারের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি প্রস্তাবিত ভবনগুলোর অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। স্থায়ী ক্যাম্পাসে থাকবে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, খেলার মাঠ, সুস্থ বিনোদনকেন্দ্র, সুচিকিৎসার জন্য উন্নত যন্ত্রপাতিসম্পন্ন মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া, শারীরিক শিক্ষাকেন্দ্র, মেডিটেশন হলসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ পয়েন্টে সুপেয় পানির সুব্যবস্থা।
অস্থায়ী ক্যাম্পাস
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের সন্নিকটে নেত্রকোনা সদরের রাজুর বাজার টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে
ব্যবহৃত হচ্ছে।
অনুষদ ও বিভাগ
বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে তিনটি অনুষদের অধীনে চারটি বিভাগ। এগুলো হচ্ছে: কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। এ ছাড়া অ্যাকাউন্টিং, ফিন্যান্স ইত্যাদি যুগোপযোগী বিভাগ খোলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভর্তি হতে চাইলে
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবছর শিক্ষার্থী ভর্তি করা হয়। বিস্তারিত জানতে চোখ রাখুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.shu.edu.bd)।
সুযোগ-সুবিধা
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক পাঠ্যপুস্তকের ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত আন্তর্জাতিক মানের দুটি কম্পিউটার ল্যাব, একটি হার্ডওয়্যার ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক অনলাইন সভা আয়োজনের জন্য আধুনিক সুবিধাসংবলিত স্মার্ট বোর্ড ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের যোগযোগব্যবস্থা সহজীকরণের জন্য দুটি মিনিবাস ও তিনটি মাইক্রোবাস রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসাব্যবস্থা নিশ্চিতকরণে নিজস্ব অ্যাম্বুলেন্স-সুবিধা রয়েছে।
সংগঠন
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিটি বিভাগের নিজস্ব ক্লাব বিশ্ববিদ্যালয়কে করেছে আরও সমৃদ্ধ। ক্লাবগুলোতে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক বিতর্ক, আলোচনা, সেমিনার ও গ্রুপ স্টাডিতে ব্যস্ত থাকেন।
অর্জন ও উদ্যোগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ১০০ দিনব্যাপী চলা (১ ডিসেম্বর ২০২০ থেকে ১০ মার্চ ২০২১) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ নামে এই প্রতিযোগিতায় ৭ লাখ ৬৩ হাজার ৪০৬ জন প্রতিযোগীর মধ্য থেকে ১০০ জনকে নির্বাচিত করা হয়, যাদের মাঝে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ওমর ফারুক জেমস ১০০তম নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় কর্তৃক আত্তীকৃত কবি নির্মলেন্দু গুণের কবিতা কুঞ্জকে উন্নত ও বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নানা কর্মকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগসহ করোনা-১৯ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রয়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এ ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, শিক্ষাসফরের মতো কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহি ও দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক অবকাঠামোগত সব ধরনের কর্মকাণ্ডে অভিজ্ঞ জনসংযোগ দপ্তরের মাধ্যমে নিয়মিত খবর প্রকাশ এবং প্রতিবছর উন্নত মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার ডায়েরি গবেষণা ও প্রকাশনাবিষয়ক কর্মকাণ্ড সফলভাবে সম্পাদন করছে।
‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ। তিনি বলেন, ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ভূমি উন্নয়ন, দশতলাবিশিষ্ট একাডেমিক ভবন-৩ এবং চারতলাবিশিষ্ট প্রশাসনিক ভবনের কাজ ত্বরান্বিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেল, ছাত্রী হোস্টেল, লাইব্রেরি, টিএসসি, ক্যাফেটেরিয়া, মেডিকেল, ডে-কেয়ার ও ইয়োগা সেন্টারের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি প্রস্তাবিত ভবনগুলোর নির্মাণকাজ শুরু হবে। ২০২৫ সালের মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাসে রূপদান করতে আমরা বদ্ধপরিকর।’
দেশে তথ্যপ্রযুক্তির বিস্ময়কর অগ্রযাত্রা এক দশক থেকেই দৃশ্যমান। চতুর্থ শিল্পবিপ্লবের মোকাবিলায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত হতে হবে। সে জন্য আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নিজেদের প্রস্তুত করছি। হাওরবেষ্টিত ভাটির জনপদ নেত্রকোনার উন্নয়নের লক্ষ্যে হাওর গবেষণা, কৃষি এবং মৎস্য গবেষণা করা গুরুত্বপূর্ণ।
এ লক্ষ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে কৃষি গবেষণার জন্য ৫০ একর, মৎস্য অভয়াশ্রম ও গবেষণা খাতে ১১০ একর জায়গার ওপর লেক তৈরির পরিকল্পনা রাখা হয়েছে। দেশের শিক্ষা গবেষণা এবং হাওরবেষ্টিত ভাটি অঞ্চলের লোকসংস্কৃতি, লোকগীতি, লোকসাহিত্যের গবেষণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে। এ জন্য আমরা গবেষণাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। শিক্ষক-গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও যেন পর্যাপ্ত সুযোগ পায়, এ বিষয়ে আমরা বদ্ধপরিকর।’
লেখক: অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, উপাচার্য, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫