Ajker Patrika

ন্যায্যমূল্যে পণ্য কিনতে বৃষ্টিতে ভিজে অপেক্ষা

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৪৭
ন্যায্যমূল্যে পণ্য কিনতে বৃষ্টিতে ভিজে অপেক্ষা

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। যেকোনো পণ্য কিনতে নাভিশ্বাস উঠছে দোহারের সাধারণ মানুষের। তাই বৃষ্টি উপেক্ষা করে টিসিবির পণ্য কিনতে ভিড় হচ্ছে বিক্রয় কেন্দ্রে। একই লাইনে দাঁড়িয়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সচ্ছল-অসচ্ছল লোকজন পণ্য কিনছেন। ক্রেতার তুলনায় প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারছে না টিসিবি।

গতকাল শনিবার বিকেলে দোহার উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ ট্রাক সেল থেকে টিসিবির পণ্য বিক্রি হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, দোহার উপজেলা এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য কিনছেন। এতে পণ্য ক্রয়ের সময় ক্রেতাসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরুষের থেকে বেশি ভিড় ছিল নারীদের। আবার অনেককে দৌড়ে এসে লাইনে দাঁড়াতেও দেখা গেছে।

ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে আসা মাকসু ও রেবেকা জানান, বর্তমানে বাজারে জিনিসপত্রের যে দাম তাতে তাঁদের কিনে খেতে খুব কষ্ট হয়। সে জন্য ন্যায্যমূল্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও পেঁয়াজ ৩ কেজি ৬৪০ টাকায় কিনেছেন। এতে একদিকে সাশ্রয় হয়েছে আবার ভালো জিনিসও পেয়েছেন। প্রতিদিনের জন্য চালু থাকলে ভালো হতো বলে জানান তাঁরা।

টিসিবির পণ্য বিক্রির দায়িত্বে থাকা মো. রবি বলেন, ‘আজকে (শনিবার) আমাদের টার্গেট ২০০ জনের কাছে এই পণ্য পৌঁছে দেওয়া। তবে বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখানে চাপ বেশি। ফলে গ্রাহকদের পণ্য দিতে হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টির মধ্যে ভেবেছিলাম লোকসংখ্যা কম হবে, কিন্তু এসে দেখি লোক আরও বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত