আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একের পর এক আসছে সোনার চালান। প্রায় প্রতিদিনই চট্টগ্রাম বিমানবন্দরে সোনা আটকের খবর আসছে। সোনা পাচারকারীদের নিরাপদ রুট যেন চট্টগ্রাম বিমানবন্দর। সবশেষ গতকাল বুধবার সকালে বিমানবন্দরে টর্চলাইটের ভেতর থেকে ১ কেজি ৬২০ গ্রাম সোনা জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। ওই পরিমাণ সোনার বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকার মতো। ওই ঘটনায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল জানান, জাহাঙ্গীর ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা একটি টর্চলাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এসব সোনা ব্যাটারির পরিবর্তে বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে গত চার বছরে অন্তত ২০০ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস। এর দাম ১১০ কোটি টাকার বেশি। বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের অনেকে দুর্নীতিতে জড়িত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলা হলেও চোরাচালান থামছে না।
কাস্টমস সূত্রে জানা যায়, এই বিমানবন্দর থেকে ২০১৯-২০ অর্থবছরে ৩৬ কেজি, ২০২০-২১ অর্থবছরে ৭৮ কেজি, ২০২১-২২ অর্থবছরে ২০ কেজি এবং ২০২২-২৩ অর্থবছরে ৩৮ কেজি সোনা জব্দ করা হয়।
সূত্রমতে, গত রোববার একটি ফ্লাইট থেকে ৪৯৩ গ্রাম সোনা জব্দ করে কাস্টমস। এর আগে ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় শাহ আমানতে ওমান এয়ারের ফ্লাইটে সোনার ৬৪টি বার (মোট ৭ কেজি) জব্দ করা হয়। গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিমানবন্দরে নিয়োজিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ মিঠুর কাছ থেকে চারটি সোনার বার জব্দ করার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
এর আগে ২৬ জানুয়ারি সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কনভেয়ারে পড়ে থাকা একটি বিদেশি সিগারেটের প্যাকেট থেকে ১৪টি সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে একের পর এক সোনার চালান আসার বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের সহকারী কমিশনার মো. মহিউদ্দিন পাটোয়ারী বলেন, কাস্টমসের তৎপরতার কারণেই একের পর সোনার চালান জব্দ হচ্ছে। বিশেষ কায়দায় সোনা আনার পরও আটক করা হচ্ছে। কাস্টমসের পক্ষ থেকে কোনো সফট টার্গেট নেই।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে একের পর এক আসছে সোনার চালান। প্রায় প্রতিদিনই চট্টগ্রাম বিমানবন্দরে সোনা আটকের খবর আসছে। সোনা পাচারকারীদের নিরাপদ রুট যেন চট্টগ্রাম বিমানবন্দর। সবশেষ গতকাল বুধবার সকালে বিমানবন্দরে টর্চলাইটের ভেতর থেকে ১ কেজি ৬২০ গ্রাম সোনা জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। ওই পরিমাণ সোনার বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকার মতো। ওই ঘটনায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল জানান, জাহাঙ্গীর ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা একটি টর্চলাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এসব সোনা ব্যাটারির পরিবর্তে বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৫ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে গত চার বছরে অন্তত ২০০ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস। এর দাম ১১০ কোটি টাকার বেশি। বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের অনেকে দুর্নীতিতে জড়িত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলা হলেও চোরাচালান থামছে না।
কাস্টমস সূত্রে জানা যায়, এই বিমানবন্দর থেকে ২০১৯-২০ অর্থবছরে ৩৬ কেজি, ২০২০-২১ অর্থবছরে ৭৮ কেজি, ২০২১-২২ অর্থবছরে ২০ কেজি এবং ২০২২-২৩ অর্থবছরে ৩৮ কেজি সোনা জব্দ করা হয়।
সূত্রমতে, গত রোববার একটি ফ্লাইট থেকে ৪৯৩ গ্রাম সোনা জব্দ করে কাস্টমস। এর আগে ১৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় শাহ আমানতে ওমান এয়ারের ফ্লাইটে সোনার ৬৪টি বার (মোট ৭ কেজি) জব্দ করা হয়। গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিমানবন্দরে নিয়োজিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ মিঠুর কাছ থেকে চারটি সোনার বার জব্দ করার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
এর আগে ২৬ জানুয়ারি সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কনভেয়ারে পড়ে থাকা একটি বিদেশি সিগারেটের প্যাকেট থেকে ১৪টি সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে একের পর এক সোনার চালান আসার বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের সহকারী কমিশনার মো. মহিউদ্দিন পাটোয়ারী বলেন, কাস্টমসের তৎপরতার কারণেই একের পর সোনার চালান জব্দ হচ্ছে। বিশেষ কায়দায় সোনা আনার পরও আটক করা হচ্ছে। কাস্টমসের পক্ষ থেকে কোনো সফট টার্গেট নেই।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫