Ajker Patrika

তরমুজগাছ উপড়ে ফেলার অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১২: ১৮
তরমুজগাছ উপড়ে ফেলার অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলায় পূর্বশত্রুতার জেরে কৃষক মো. স্বপন মুনসির প্রায় ৯৬ শতাংশ জমির তরমুজগাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের আবু তাহের নামের এক কৃষকের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার নজরুলনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার চাষি স্বপনের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন কৃষক আবু তাহের।

মো. স্বপন মুনসি অভিযোগ করে বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে অন্যের দুই একর জমিতে তরমুজের আবাদ করেছি। জমি লিজ নেওয়াসহ একরপ্রতি খরচ হয়েছে ৯০ হাজার টাকা। ফলন ভালো হলে একরপ্রতি তরমুজ বিক্রি হতো প্রায় দেড় লাখ টাকার। কয়েক দিন আগে প্রতিবেশী কৃষক আবু তাহেরের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়। ওই বিরোধকে কেন্দ্র করে তরমুজগাছ উপড়ে ফেলার হুমকি দিয়ে আসছিলেন আবু তাহের, তাঁর ছেলে সাইফুল ইসলাম, স্বজন রাশেদ ও সাইদুল। শনিবার সকালে তরমুজখেতে গিয়ে দেখি, প্রায় ৯৬ শতাংশ জমির তরমুজগাছ উপড়ে ফেলা হয়েছে।’অভিযুক্ত কৃষক আবু তাহের বলেন, ‘তাঁর সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। তবে কে বা কারা রাতের আঁধারে স্বপনের তরমুজগাছ উপড়ে ফেলেছে, তা আমার জানা নেই। আমাকে ফাঁসাতে অপচেষ্টা চলছে।’

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সবুজ কর বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত