Ajker Patrika

গণমাধ্যমের স্বাধীনতা চাই, তবে কতটুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণমাধ্যমের স্বাধীনতা চাই, তবে কতটুকু

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা না‌হিদ ইসলাম বলেছেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই চাই। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা হবে কতটুকু? স্বাধীনতায় কোনো নিয়ন্ত্রণ চলে না, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে কি ফ্যাসিস্টদের পক্ষে প্রচারণা করা যাবে?’

রাজধানীর সার্কিট হাউস সড়কে তথ্য ভবনের সম্মেলনকক্ষে গতকাল সোমবার সংবাদপ‌ত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজ‌নের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এ সভার আয়োজন করে। 

উপদেষ্টা বলেন, ‘আমরা ইতিপূর্বে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছি, সে বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। এটা শুধু মুখের কথা নয়, কাজে বাস্তবায়ন করতে চাই। এর জন্য একটা নীতিমালা প্রয়োজন। নীতিমালার জন্য দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠিত হবে। আশা করছি, হয়তো আগামী সপ্তাহে গণমাধ্যমের কমিশন গঠনের ঘোষণা দেওয়া সম্ভব হবে।’

মতবিনিময় সভায় বক্তব্য দেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসানসহ দেশের বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিরা। তাঁরা প্রচারসংখ্যা নির্ধারণ, সংবাদপত্রের নিরীক্ষা, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র ব্যবস্থাপনায় বিভিন্ন অসংগতির কথা উল্লেখ করেন। 

সভাপতির বক্তব্য দেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত