Ajker Patrika

কোচ নিয়োগে বিশেষ কমিটি করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৪
কোচ নিয়োগে বিশেষ কমিটি করেছে বিসিবি

এ মাসের শুরুর দিকে নতুন করে ৪টি পদে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২০ জানুয়ারি প্রার্থীদের আবেদনের সময়ও শেষ হয়েছে। বিসিবি জানিয়েছে, আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগেই এবার যাচাই-বাছাই করে কোচ নিয়োগ নিশ্চিত করতে চায়। 

স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগ দেবে বিসিবি। স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি নবায়নের পথেই আছে তারা। বাকি কোচ চূড়ান্ত করতে একটি বিশেষ কমিটি করেছে ক্রিকেট বোর্ড।
বিসিবি সূত্রে জানা গেছে, বেশির ভাগ বিদেশি কোচ নিয়োগ হয় ক্রিকেট পরিচালনা বিভাগে। কোচ নিয়োগ কমিটিতে তাই থাকছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কমিটিতে থাকছেন হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও হেড অব প্রোগ্রামস ডেভিড মুর।

কোচ নিয়োগের নতুন কমিটি বিষয়ে নিজাম উদ্দিন গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আগে একেকজনের মাধ্যমে কোচদের নাম আসত। (বিসিবি) সভাপতির সম্মতি নিয়ে চূড়ান্ত করে ফেলতাম। এখন কমিটি করা হয়েছে। (মার্চে) শ্রীলঙ্কা সিরিজের আগেই কোচ নিশ্চিত করার লক্ষ্য। কমিটি এটার যাচাই-বাছাই করে খুব শিগগির ভার্চুয়াল সাক্ষাৎকারের ব্যবস্থা করবে। এখন কমিটি তালিকা সংক্ষিপ্ত করছে।’ 

কোচদের নাম চূড়ান্ত করার পর সেটি উঠবে বছরের প্রথম পরিচালনা পর্ষদের সভায়।  এ মাসের শেষের দিকে ইন্দোনেশিয়ার বালিতে হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষে ৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আগামী মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা বোর্ড সভা।

বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা ঘোষণা করার কথা ছিল বিসিবির। সেটিও এখনো হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, বোর্ড মিটিংয়ের আগেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা হতে পারে। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটা নির্বাচনের কারণে একটু সমস্যা হয়েছে। আমরা বসতেই পারছি না। আগে আমাদের বসতে হবে। তবে বোর্ড মিটিংয়ের আগেই ঘোষণা হতে পারে।’

বিপিএলের এ সময়ে জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা আছেন ছুটিতে। আগামী মাসের মাঝামাঝি ঢাকায় ফেরার কথা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। মাঠে থেকেই বিপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত