Ajker Patrika

চাটমোহরে কষ্টি পাথরসহ ২৯টি মূর্তি চুরি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
চাটমোহরে কষ্টি পাথরসহ ২৯টি মূর্তি চুরি

চাটমোহর উপজেলার হান্ডিয়ালে মহাপ্রভুর আখড়ায় ঘরের জানালা ভেঙে ছোট চারটি কষ্টি পাথরসহ মোট ২৯টি নারায়ণ মূর্তি ও পূজার সামগ্রী চুরি হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে মহাপ্রভুর আখড়ায় এ চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরেরা ৪টি কষ্টি পাথর ও ২৫ সাধারণ পাথরের নারায়ণ মূর্তি, ১টি শিবলিঙ্গ, ৪টি পাথরের তৈরি সিংহাসন, ১টি কাঠের তৈরি সিংহাসন নিয়ে যায়।

মন্দিরের পুরোহিত কালাচাঁদ বাগচি বলেন, ‘আমি প্রতিদিনের মতো রোববার সকালে মন্দিরে পূজা করতে ঢুকলে মন্দিরের জানালা ভাঙা দেখতে পাই। সেখানে থাকা ২৯টি নারায়ণ মূর্তির মধ্যে ৪টি কষ্টি পাথরের ও ১টি শিবলিঙ্গ, ৪টি সিংহাসন আর দেখতে পাইনি।’

এ বিষয়ে মন্দিরের দায়িত্বে থাকা প্রভাতি রানী অধিকারী বলেন, ‘সকালে পুরোহিত পূজা করতে এলে মন্দিরের জানালা ভাঙা এবং নারায়ণ মূর্তি দেখতে না পেয়ে আমাকে ডাকাডাকি করেন। আমি ঘুম থেকে উঠে দেখি মন্দিরের জানালা ভাঙা এবং পূজার ঘরে নারায়ণের মূর্তিগুলো নেই। পরে বিষয়টি প্রশাসনসহ জনপ্রতিনিধিদের জানাই।’

এ ঘটনায় চাটমোহর সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল সজীব শাহরীন বলেন, চুরি হওয়ার বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। পুরোনো কাঠের জানালা ভেঙে মূর্তিগুলো চুরি করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত