Ajker Patrika

নতুন রূপে বাকৃবি টিএসসি

হাবিবুর রনি, বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬: ৫৯
নতুন রূপে বাকৃবি টিএসসি

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে নতুন রূপে গড়ে উঠেছে টিএসসি চত্বর। করোনাকালে শিক্ষার্থীরা ঘরে অবস্থান করার সময় থেকে টিএসসি সংস্কারের কাজ শুরু হয়। বিশ্ববিদ্যালয় খোলার পর পুরোনো টিএসসি নতুন রূপে হাজির হয় শিক্ষার্থীদের কাছে।

টিএসসিতে আসতেই প্রথমেই চোখে পড়বে বড় নামফলক। পাশেই করা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল। ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেন, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে ম্যুরালে। রাস্তা ধরে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়বে ‘টিএসসি লেকভিউ’ ফলক। শিক্ষার্থী ও দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ এটি।

রয়েছে বসার জন্য টাইলস দিয়ে বাঁধাই করা আসন, মোজাইক করা হাঁটার রাস্তা, মুক্তমঞ্চ ও বারবিকিউ জোন। বাহারি ফুলের চারা শোভা ছড়াচ্ছে প্রতিনিয়ত। পুরোনো দুই ফোয়ারা সংস্কারের পাশাপাশি নতুন করে আরেকটি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফোয়ারা রয়েছে লেকের মাঝেও। সেখানে দেওয়া হয়েছে নতুন বোট। রাতে কৃত্রিম আলোয় চমৎকার হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী জহুরুল হক বলেন, ‘করোনাকালে বাড়িতে থাকার সময় থেকেই শুনছি টিএসসি নতুনভাবে সাজানোর কথা। ক্যাম্পাসে এসে দেখে অভিভূত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিকে চমৎকারভাবে সাজিয়ে তোলা হয়েছে।’

নতুনত্বের ছোঁয়া লেগেছে ক্যাফেটেরিয়াতেও। ক্যানটিনে নতুন চেয়ার, টেবিল সংযোজন করা হয়েছে। বাইরে মুক্ত পরিবেশে চা, কফি পানের জন্য করা হয়েছে ‘ক্যাফে চত্বর’। টিএসসি পরিচ্ছন্ন রাখতে রয়েছে পর্যাপ্ত ডাস্টবিন ও হাত ধোয়ার ব্যবস্থা।

জানা গেছে, বাকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন টিএসসি দেখতে প্রতিদিনই ভিড় করেন বাইরের দর্শনার্থীরাও। পাশাপাশি প্ল্যাটফর্ম, কেআর মার্কেট, নদীর ধার, আমবাগানের পর নতুন ঘোরার জায়গা পেয়ে খুশি শিক্ষার্থীরা।

কৃষি অনুষদের ছাত্র মাহফুজুর রহমান বলেন, ‘টিএসসিতে গেলেই অন্যরকম ভালো লাগা কাজ করে। বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডা দেওয়া, বার-বি-কিউ পার্টি করা, লেকের পাশে বসে থাকার মতো অনিন্দ্য সুন্দর জায়গা এটি।’

টিএসসিকে দৃষ্টিনন্দন করতে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, ‘২০২০ সালের শেষের দিকে আমরা টিএসসি সংস্করণের উদ্যোগ নেই। এ জন্য প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হচ্ছে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের বাজেটের পাশাপাশি পূবালী ব্যাংকসহ বিভিন্ন সংস্থা অনুদান দিয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে টিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ‘টিএসসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর মিলনমেলা। তাই এই স্থানটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। এতে পড়াশোনার পাশাপাশি মুক্তচিন্তা চর্চা ও সাংস্কৃতিক দক্ষতা বৃদ্ধি পাবে। টিএসসির অধিভুক্ত সংগঠনগুলোও তাদের কার্যক্রমকে আরও সুন্দরভাবে করতে পারবে এবং বেশি সংখ্যক শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত