Ajker Patrika

পাকুন্দিয়ায় নজরুল ঘোড়াশালে তুষার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ও পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২: ১৭
পাকুন্দিয়ায় নজরুল ঘোড়াশালে তুষার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট হয়েছে।

দুই পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ এবং ঘোড়াশাল পৌরসভায় আল মোজাহিদ হোসেন তুষার নির্বাচিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার তাঁদের বিজয়ী ঘোষণা করেন।

পাকুন্দিয়ায় মেয়র পদের ৭ হাজার ৭০০ ভোট পেয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন (মোবাইল ফোন) পেয়েছেন ৪ হাজার ৫০০ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকুন্দিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রের ৭৫টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করলেও, ভোটের আগের রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতায়েম হোসেন স্বপন নৌকা প্রতীককে সমর্থন জানান।

এদিকে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম আরিফ, ২ নম্বর ওয়ার্ডে রাকিবুল আলম ছোটন, ৩ নম্বর ওয়ার্ডে হাসান মামুন, ৪ নম্বর ওয়ার্ডে মুজাহিদুল ইসলাম সেলিম, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আসাদ মিয়া, ৬ নম্বর ওয়ার্ডে মাহমুদুল হাসান রাসেল, ৭ নম্বর ওয়ার্ডে নাসির উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে সিদ্দিক হোসেন রিপন ও ৯ নম্বর ওয়ার্ডে মোস্তফা কামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপর দিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর আসনে (১,২ ও ৩ নম্বর ওয়ার্ড) নাছরিন আক্তার প্রিয়া, ২ নম্বর আসনে (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড) উম্মে কুলসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এবং ৩ নম্বর আসনে (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) এ আফরোজা খাতুন নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট পড়েছে ৬৭ দশমিক ৬৮ শতাংশ।

ঘোড়াশাল পৌর নির্বাচনে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোড়াশালে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আল মুজাহিদ হোসেন (নৌকা) ২৮ হাজার ২৫৫ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তানজিরুল হক (মোবাইল) ১ হাজার ৯৬৪ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইকরাম হোসেন (হাতপাখা) ৫০৬ ভোট পেয়েছেন। নির্বাচনে ৩ মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট পড়েছে ৪৯ দশমিক ৩৭ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত