খুলনা প্রতিনিধি
খুলনার সময়ের খবর পত্রিকার সাংবাদিক সোহাগ দেওয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টাকারী ফরিদা ইয়াসমিন মনি’র আরও দুজন সহযোগীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার তাঁরা খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ওই দুজন হলেন-ঢাকার মুগদা থানা এলাকার ১৬৯ মান্ডার চাঁন মিয়া গলির বাসিন্দা শাহাদত হোসেন চৌধুরীর পুত্র কাওছার আহমেদ চৌধুরী (৪৫) ও বংশাল থানার ছিদ্দিবাজার জবেদ গলির দেলোয়ার হোসেন ওরফে দিলু মিয়ার পুত্র আশিকুর রহমান (৩৪)। এরা দুজনই মনির সহযোগী হিসেবে কাজ করেন। বিভিন্ন মিথ্যা মামলায় সাক্ষী ও নানা প্রতারণার সঙ্গে জড়িত এ চক্রটি। এদের মধ্যে কাওছার আহমেদ প্রতারণার দায়ে অভিযুক্ত মনি’র ঢাকার ভাড়া বাসার বাড়ির মালিক ও আশিক তার সহযোগী বলে জানা গেছে।
মনি বাদী হয়ে ঢাকার মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ান ও আইনজীবী মেহেদি হাসানের নামে সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক মামলা করেন। ওই মামলায় কাওছার আহমেদ চৌধুরী ও আশিকুর রহমানকে মিথ্যা সাক্ষী বানানো হয়। এ ছাড়া ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর চেষ্টার মামলায়ও এরা দুজন মনির সাক্ষী হিসেবে রয়েছে বলে তথ্য মেলে।
এর আগে গত ২৪ নভেম্বর রাতে মনিকে গ্রেপ্তার করে র্যাব-৬ সদস্যরা। ২৫ নভেম্বর সদর থানা-পুলিশ আদালতে সোপর্দ করলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম আসামি মনিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ২ মাস ৯ দিন কারাবাসের পর গত ৮ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে তার জামিন হয়। মনি খুলনার সোনাডাঙ্গা থানার করিম নগর মসজিদ এলাকার মৃত আব্দুল ওহাব খানের মেয়ে।
খুলনার সময়ের খবর পত্রিকার সাংবাদিক সোহাগ দেওয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টাকারী ফরিদা ইয়াসমিন মনি’র আরও দুজন সহযোগীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার তাঁরা খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো ওই দুজন হলেন-ঢাকার মুগদা থানা এলাকার ১৬৯ মান্ডার চাঁন মিয়া গলির বাসিন্দা শাহাদত হোসেন চৌধুরীর পুত্র কাওছার আহমেদ চৌধুরী (৪৫) ও বংশাল থানার ছিদ্দিবাজার জবেদ গলির দেলোয়ার হোসেন ওরফে দিলু মিয়ার পুত্র আশিকুর রহমান (৩৪)। এরা দুজনই মনির সহযোগী হিসেবে কাজ করেন। বিভিন্ন মিথ্যা মামলায় সাক্ষী ও নানা প্রতারণার সঙ্গে জড়িত এ চক্রটি। এদের মধ্যে কাওছার আহমেদ প্রতারণার দায়ে অভিযুক্ত মনি’র ঢাকার ভাড়া বাসার বাড়ির মালিক ও আশিক তার সহযোগী বলে জানা গেছে।
মনি বাদী হয়ে ঢাকার মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ান ও আইনজীবী মেহেদি হাসানের নামে সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক মামলা করেন। ওই মামলায় কাওছার আহমেদ চৌধুরী ও আশিকুর রহমানকে মিথ্যা সাক্ষী বানানো হয়। এ ছাড়া ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর চেষ্টার মামলায়ও এরা দুজন মনির সাক্ষী হিসেবে রয়েছে বলে তথ্য মেলে।
এর আগে গত ২৪ নভেম্বর রাতে মনিকে গ্রেপ্তার করে র্যাব-৬ সদস্যরা। ২৫ নভেম্বর সদর থানা-পুলিশ আদালতে সোপর্দ করলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম আসামি মনিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ২ মাস ৯ দিন কারাবাসের পর গত ৮ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আদালতে তার জামিন হয়। মনি খুলনার সোনাডাঙ্গা থানার করিম নগর মসজিদ এলাকার মৃত আব্দুল ওহাব খানের মেয়ে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪