কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে এক কিশোরীকে ধর্ষণের মামলায় তাঁর বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. জাহিদুল কবীর এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৪ জুলাই রাতে জেলার দেবিদ্বার উপজেলায় ওই ব্যক্তি তাঁর মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর বিষয়টি ওই কিশোরী তাঁর মাকে জানায়। এরপর ওই কিশোরীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ঘটনার ৪ মাস পর ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে গতকাল দুপুরে ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বাদী বলেন, ‘বিষয়টি নিয়ে আমি গ্রামবাসীর কাছে বিচার চেয়েছিলাম। বিচার করেননি। তাই আইনের আশ্রয় নিয়েছিলাম। আদালত আজ রায় দিয়েছেন। আদালত আসামির মৃত্যুদণ্ড দিলে আমি সন্তুষ্ট হতাম। আমি আসামির মৃত্যুদণ্ড চাই।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি (সরকারি কৌঁসুলি) মিজানুর রহমান বলেন, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রায়টা প্রকাশ হয়। রাষ্ট্রপক্ষ ছয়জনের সাক্ষ্যগ্রহণ করে বিস্তারিত যাচাই বাছাই করে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দিয়েছেন ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
তিনি আরও বলেন, একটা মেয়ের সর্বোচ্চ নিরাপদ স্থান হলো মা-বাবা। সে বাবাই যদি এমন কাজ করে তাহলে নিরাপত্তা বলতে কিছু থাকে না। এ রায় নজির হয়ে থাকবে। কারণ এমন অপরাধ করলে, সাজা পেতে হয়।
কুমিল্লার দেবিদ্বারে এক কিশোরীকে ধর্ষণের মামলায় তাঁর বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. জাহিদুল কবীর এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৪ জুলাই রাতে জেলার দেবিদ্বার উপজেলায় ওই ব্যক্তি তাঁর মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর বিষয়টি ওই কিশোরী তাঁর মাকে জানায়। এরপর ওই কিশোরীর মা বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ঘটনার ৪ মাস পর ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে গতকাল দুপুরে ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বাদী বলেন, ‘বিষয়টি নিয়ে আমি গ্রামবাসীর কাছে বিচার চেয়েছিলাম। বিচার করেননি। তাই আইনের আশ্রয় নিয়েছিলাম। আদালত আজ রায় দিয়েছেন। আদালত আসামির মৃত্যুদণ্ড দিলে আমি সন্তুষ্ট হতাম। আমি আসামির মৃত্যুদণ্ড চাই।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি (সরকারি কৌঁসুলি) মিজানুর রহমান বলেন, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রায়টা প্রকাশ হয়। রাষ্ট্রপক্ষ ছয়জনের সাক্ষ্যগ্রহণ করে বিস্তারিত যাচাই বাছাই করে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দিয়েছেন ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
তিনি আরও বলেন, একটা মেয়ের সর্বোচ্চ নিরাপদ স্থান হলো মা-বাবা। সে বাবাই যদি এমন কাজ করে তাহলে নিরাপত্তা বলতে কিছু থাকে না। এ রায় নজির হয়ে থাকবে। কারণ এমন অপরাধ করলে, সাজা পেতে হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫