Ajker Patrika

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কার্তিকে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১১: ০৭
গুঁড়ি গুঁড়ি  বৃষ্টিতে কার্তিকে শীতের আমেজ

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুই দিন ধরে নেই রোদের দেখা। কনকনে শীতে কাঁপা কাঁপা শরীরে ঘরের বাইরে যাচ্ছেন রাজধানীর মানুষ। যাঁরা ঘরে, তাঁরা রয়েছেন কম্বল মুড়িয়ে। কার্তিকের শেষ সময়ে এমন বৃষ্টি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। কয়েক দিন ধরেই সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। ঘন কুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে উত্তরের জনপদে শীতের তীব্রতা অনেক বেশি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা তেমন না কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রোদের দেখা মিলছে না।

এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, নভেম্বর মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে, এ সময় কুয়াশা ও শীতের দাপট নামবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলে হয়েছে, আজ সোমবার রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত