সম্পাদকীয়
প্রতিদিনের কাজ এবং তার প্রাপ্য মজুরি দিয়েই নিম্ন আয়ের মানুষজন তাঁদের সংসারের ব্যয় নির্বাহ করে থাকেন। যেখানে তিন বেলা পেট পুরে খাওয়াকে ভাগ্যের লিখন বলে মনে করা হয়, সেখানে মাছ-মাংস তো দূর কল্পনার বিষয়। আর আনন্দ উদ্যাপন তো ইউটোপিয়ার মতো। কোনোমতে পেট পুরে ভাত খাওয়া তাঁদের কাছে পিকনিকের মতো। ১ নভেম্বর আজকের পত্রিকায় ছাপা হয়েছে খবরটি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের সীমান্ত এলাকায় রাস্তা সংস্কারের কাজ করছিলেন একদল নারী শ্রমিক। দুপুরের খাবার তাঁরা একসঙ্গে খাচ্ছিলেন। তাঁদের ভাতের পাতে ছিল শুধু শাক আর ডাল। একজন সাংবাদিক তাঁদের এই দল বেঁধে খেতে দেখে জিজ্ঞেস করেন, ‘আপনারা কি পিকনিক করছেন?’ উত্তরে তাঁরাও মজা করেই বলেন, ‘শাক-ডাল দিয়ে ভাত খাওয়াই আমাদের কাছে পিকনিক।’ প্রতিদিন তাঁরা এভাবেই দল বেঁধে যেমন কাজ করেন, তেমনি দল বেঁধে খাবারও খান। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে একেকজন মজুরি পান ৩০০ টাকা। বর্তমান বাজারমূল্যে এই টাকায় শুধু নিজের খাবার নয়, সন্তানসহ পরিবারের ভরণপোষণও করতে হয়। ফলে শাক-ডাল-ভাতের বেশি তাঁদের পক্ষে জোটানো সম্ভব হয় না।
বাজারে সবকিছুর দামই বাড়ছে ক্রমাগত। কিন্তু তাঁদের আয় বাড়ছে না। গত কোরবানির ঈদের পর আর মাংস খাওয়া হয়নি এই নারী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের।
এ ঘটনার মধ্য দিয়ে দেশের নিম্ন আয়ের মানুষের বাস্তব অবস্থাই ফুটে উঠেছে। এ থেকেই বোঝা যায়, দেশের দরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষজন ভালো নেই। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রাখতেই তাঁদের শাক-ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এটুকুতেই তাঁরা খুশি। এতেই তাঁদের পিকনিকের আনন্দ।
সরকারের পক্ষ থেকে অবশ্য নিম্ন আয়ের মানুষের জন্য নানা ধরনের কর্মসূচি চলমান আছে। যেমন অতিদরিদ্র ও দুস্থদের জন্য বিনা মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য ও টেস্ট রিলিফ ছাড়াও বয়স্ক ভাতা, দুস্থ মহিলা ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা। তবে বলতেই হয়, শুধু কর্মসূচি গ্রহণ জরুরি বিষয় নয়। যাঁদের জন্য এসব কর্মসূচি, সেই সব দুস্থ জনগোষ্ঠীর কাছে সেবাগুলো যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, সেটা দেখাও জরুরি। দুস্থদের ভাতা নিয়েও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রায়ই শোনা যায়। নজরদারি ও তদারকি ব্যবস্থার দুর্বলতায় এসব ঘটে। তাই শুধু ভাতা বরাদ্দ নয়, তা সঠিক মানুষটির হাতে পৌঁছানো নিশ্চিত করাটাও জরুরি। আমাদের দেশে এমনিতেই রয়েছে প্রচণ্ড আয়বৈষম্য। ব্যবস্থাপনা ও বণ্টনপদ্ধতি যথাযথ না হওয়ায় অনেক মানুষকেই দুঃখ-কষ্টে দিন কাটাতে হয়। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল ও গ্যাসের ঘাটতি আমাদের সংকটের মাত্রা বাড়িয়েছে। এ অবস্থায় স্বল্প
আয় এবং একেবারেই উপার্জনহীন মানুষের কথা সরকারকে বেশি করে ভাবতে হবে।
প্রতিদিনের কাজ এবং তার প্রাপ্য মজুরি দিয়েই নিম্ন আয়ের মানুষজন তাঁদের সংসারের ব্যয় নির্বাহ করে থাকেন। যেখানে তিন বেলা পেট পুরে খাওয়াকে ভাগ্যের লিখন বলে মনে করা হয়, সেখানে মাছ-মাংস তো দূর কল্পনার বিষয়। আর আনন্দ উদ্যাপন তো ইউটোপিয়ার মতো। কোনোমতে পেট পুরে ভাত খাওয়া তাঁদের কাছে পিকনিকের মতো। ১ নভেম্বর আজকের পত্রিকায় ছাপা হয়েছে খবরটি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের সীমান্ত এলাকায় রাস্তা সংস্কারের কাজ করছিলেন একদল নারী শ্রমিক। দুপুরের খাবার তাঁরা একসঙ্গে খাচ্ছিলেন। তাঁদের ভাতের পাতে ছিল শুধু শাক আর ডাল। একজন সাংবাদিক তাঁদের এই দল বেঁধে খেতে দেখে জিজ্ঞেস করেন, ‘আপনারা কি পিকনিক করছেন?’ উত্তরে তাঁরাও মজা করেই বলেন, ‘শাক-ডাল দিয়ে ভাত খাওয়াই আমাদের কাছে পিকনিক।’ প্রতিদিন তাঁরা এভাবেই দল বেঁধে যেমন কাজ করেন, তেমনি দল বেঁধে খাবারও খান। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে একেকজন মজুরি পান ৩০০ টাকা। বর্তমান বাজারমূল্যে এই টাকায় শুধু নিজের খাবার নয়, সন্তানসহ পরিবারের ভরণপোষণও করতে হয়। ফলে শাক-ডাল-ভাতের বেশি তাঁদের পক্ষে জোটানো সম্ভব হয় না।
বাজারে সবকিছুর দামই বাড়ছে ক্রমাগত। কিন্তু তাঁদের আয় বাড়ছে না। গত কোরবানির ঈদের পর আর মাংস খাওয়া হয়নি এই নারী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের।
এ ঘটনার মধ্য দিয়ে দেশের নিম্ন আয়ের মানুষের বাস্তব অবস্থাই ফুটে উঠেছে। এ থেকেই বোঝা যায়, দেশের দরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষজন ভালো নেই। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রাখতেই তাঁদের শাক-ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এটুকুতেই তাঁরা খুশি। এতেই তাঁদের পিকনিকের আনন্দ।
সরকারের পক্ষ থেকে অবশ্য নিম্ন আয়ের মানুষের জন্য নানা ধরনের কর্মসূচি চলমান আছে। যেমন অতিদরিদ্র ও দুস্থদের জন্য বিনা মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য ও টেস্ট রিলিফ ছাড়াও বয়স্ক ভাতা, দুস্থ মহিলা ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা। তবে বলতেই হয়, শুধু কর্মসূচি গ্রহণ জরুরি বিষয় নয়। যাঁদের জন্য এসব কর্মসূচি, সেই সব দুস্থ জনগোষ্ঠীর কাছে সেবাগুলো যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, সেটা দেখাও জরুরি। দুস্থদের ভাতা নিয়েও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রায়ই শোনা যায়। নজরদারি ও তদারকি ব্যবস্থার দুর্বলতায় এসব ঘটে। তাই শুধু ভাতা বরাদ্দ নয়, তা সঠিক মানুষটির হাতে পৌঁছানো নিশ্চিত করাটাও জরুরি। আমাদের দেশে এমনিতেই রয়েছে প্রচণ্ড আয়বৈষম্য। ব্যবস্থাপনা ও বণ্টনপদ্ধতি যথাযথ না হওয়ায় অনেক মানুষকেই দুঃখ-কষ্টে দিন কাটাতে হয়। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল ও গ্যাসের ঘাটতি আমাদের সংকটের মাত্রা বাড়িয়েছে। এ অবস্থায় স্বল্প
আয় এবং একেবারেই উপার্জনহীন মানুষের কথা সরকারকে বেশি করে ভাবতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫