মিন্টু মিয়া, নান্দাইল
অসহায় মানুষের প্রয়োজনে রক্ত পৌঁছে দিতে দিন-রাত কাজ করছে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির স্বেচ্ছাসেবীরা। ২০১৮ সালে এক ঝাঁক তরুণ ও যুবকের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সংগঠনটি। এরপর থেকেই অসহায় ব্যক্তিদের রক্তের জন্য হাহাকার দূর করতে ২৪ ঘণ্টাই দাতা প্রস্তুত থাকে। উপজেলার ঘরে ঘরে রক্তদাতা তৈরিতেও সংগঠনটি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করেন স্বেচ্ছাসেবীরা।
এ ছাড়াও বিভিন্ন সময়ে অসহায় ব্যক্তিদের পাশে থেকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে ব্লাড ডোনেট সোসাইটি। সংগঠনটির এক হাজারের বেশি সদস্য থাকলেও নিয়মিত প্রায় ৫০০ সদস্য রক্ত দিচ্ছে। এ পর্যন্ত এক হাজার ২০০ ব্যাগ রক্ত দিয়েছে সংগঠনের সদস্যরা। রক্তদানে উদ্বুদ্ধ করতে ১১২ জন রক্তদাতাকে সম্মাননা দিয়েছে সংগঠনটি। তা ছাড়া করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণসহ মসজিদে সাবান ও পানির ব্যবস্থা করা হয়।
সংগঠনের সদস্য রক্তদাতা ফয়সাল আহমেদ বলেন, ‘গরিব ও অসহায় ব্যক্তিদের রক্তের অভাবে চিকিৎসা হয় না। আমরা রক্ত ব্যবস্থা করে দিই। এ পর্যন্ত আমি ৯ বার রক্ত দিয়েছি।’
আতিকুল ইসলাম পিতুল ও হৃদয় হাসান বলেন, ‘মানবতার সেবা একটি মহৎ গুণ। আমরা মানুষের সেবায় নিজের রক্ত দিয়ে সহযোগিতা করছি। পাশাপাশি তাদের পাশে থেকে কাজ করছি।’
সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি মুশুল্লি সরকারি কলেজ, বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে ক্যাম্পেইন করে এক হাজার শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে সোসাইটি। এ ছাড়া ২২ বছর বয়সী প্রতিবন্ধী শিখা আক্তারকে হুইল চেয়ার দেওয়া হয়।
রক্তগ্রহীতা ছয় বছরের শিশু জারিফের পিতা রিপন ফকির বলেন, ‘আমার ছেলের জন্মের পর থেকে থ্যালাসেমিয়া রোগ। প্রতি মাসে এক ব্যাগ রক্ত লাগে। ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা প্রতি মাসে রক্তের ব্যবস্থা করে দেয়।’
নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুব আলম কাজল বলেন, ‘স্বেচ্ছাসেবীরা মানুষের জন্য ভালো কাজ করেছে। তাদের কাজকে সাধুবাদ জানাই। ব্লাড ডোনেট সোসাইটির মতো সবার এগিয়ে আসা উচিত। এতে অবহেলিত মানুষ কিছুটা সেবা পাবে।’
লেখক, কলামিস্ট ও জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘সংগঠনটি অনেক দিন যাবৎ সুনামের সঙ্গে সমাজসেবামূলক কাজ করছে। তাদের কাজের মাধ্যমে মানুষের উপকার হচ্ছে।’
সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষ আমরা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছি।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘নান্দাইলে আমি নতুন যোগদান করেছি। উপজেলায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে। কারও সম্পর্কে আমার জানা নেই।’
অসহায় মানুষের প্রয়োজনে রক্ত পৌঁছে দিতে দিন-রাত কাজ করছে নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির স্বেচ্ছাসেবীরা। ২০১৮ সালে এক ঝাঁক তরুণ ও যুবকের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সংগঠনটি। এরপর থেকেই অসহায় ব্যক্তিদের রক্তের জন্য হাহাকার দূর করতে ২৪ ঘণ্টাই দাতা প্রস্তুত থাকে। উপজেলার ঘরে ঘরে রক্তদাতা তৈরিতেও সংগঠনটি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করেন স্বেচ্ছাসেবীরা।
এ ছাড়াও বিভিন্ন সময়ে অসহায় ব্যক্তিদের পাশে থেকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে ব্লাড ডোনেট সোসাইটি। সংগঠনটির এক হাজারের বেশি সদস্য থাকলেও নিয়মিত প্রায় ৫০০ সদস্য রক্ত দিচ্ছে। এ পর্যন্ত এক হাজার ২০০ ব্যাগ রক্ত দিয়েছে সংগঠনের সদস্যরা। রক্তদানে উদ্বুদ্ধ করতে ১১২ জন রক্তদাতাকে সম্মাননা দিয়েছে সংগঠনটি। তা ছাড়া করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণসহ মসজিদে সাবান ও পানির ব্যবস্থা করা হয়।
সংগঠনের সদস্য রক্তদাতা ফয়সাল আহমেদ বলেন, ‘গরিব ও অসহায় ব্যক্তিদের রক্তের অভাবে চিকিৎসা হয় না। আমরা রক্ত ব্যবস্থা করে দিই। এ পর্যন্ত আমি ৯ বার রক্ত দিয়েছি।’
আতিকুল ইসলাম পিতুল ও হৃদয় হাসান বলেন, ‘মানবতার সেবা একটি মহৎ গুণ। আমরা মানুষের সেবায় নিজের রক্ত দিয়ে সহযোগিতা করছি। পাশাপাশি তাদের পাশে থেকে কাজ করছি।’
সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি মুশুল্লি সরকারি কলেজ, বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠে ক্যাম্পেইন করে এক হাজার শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে সোসাইটি। এ ছাড়া ২২ বছর বয়সী প্রতিবন্ধী শিখা আক্তারকে হুইল চেয়ার দেওয়া হয়।
রক্তগ্রহীতা ছয় বছরের শিশু জারিফের পিতা রিপন ফকির বলেন, ‘আমার ছেলের জন্মের পর থেকে থ্যালাসেমিয়া রোগ। প্রতি মাসে এক ব্যাগ রক্ত লাগে। ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা প্রতি মাসে রক্তের ব্যবস্থা করে দেয়।’
নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুব আলম কাজল বলেন, ‘স্বেচ্ছাসেবীরা মানুষের জন্য ভালো কাজ করেছে। তাদের কাজকে সাধুবাদ জানাই। ব্লাড ডোনেট সোসাইটির মতো সবার এগিয়ে আসা উচিত। এতে অবহেলিত মানুষ কিছুটা সেবা পাবে।’
লেখক, কলামিস্ট ও জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘সংগঠনটি অনেক দিন যাবৎ সুনামের সঙ্গে সমাজসেবামূলক কাজ করছে। তাদের কাজের মাধ্যমে মানুষের উপকার হচ্ছে।’
সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া বলেন, ‘আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষ আমরা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছি।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, ‘নান্দাইলে আমি নতুন যোগদান করেছি। উপজেলায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে। কারও সম্পর্কে আমার জানা নেই।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫