Ajker Patrika

দুর্গ ভাঙার লক্ষ্য জামালদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩: ৪৫
দুর্গ ভাঙার লক্ষ্য জামালদের

গোল পোস্ট ছেড়ে আসায় অল্পের জন্য গোল হজম করতে বসেছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বিষয়টি যে পছন্দ হয়নি, সেটা স্পষ্টই বুঝিয়ে দিলেন কোচ হাভিয়ের কাবরেরা। মালদ্বীপ যাওয়ার আগে শেষ অনুশীলন সেশনে ‘কড়া’ হেডমাস্টার স্প্যানিশ কোচ। তবে ফুরফুরে মেজাজেই আছেন ফুটবলররা।

গত নভেম্বর পর্যন্ত প্রতিপক্ষ মালদ্বীপকে নিয়ে বাংলাদেশের ভাবনা ছিল ভিন্ন। এই দলটার বিপক্ষে বাংলাদেশ নাকানিচুবানি খেয়েছে অসংখ্যবার। ২০০৩ সালে সাফে পাওয়া জয়ের পর মালদ্বীপ-গিঁট খুলতে বাংলাদেশের সময় লেগেছে ১৮ বছর। গত নভেম্বরে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে ২-১ গোলের জয়টার পর হয়তো মালদ্বীপ ঘিরে আগের সেই অস্বস্তি কিছুটা কাটিয়েছেন জামালরা।

শ্রীলঙ্কায় স্বস্তির জয় পেলেও মালদ্বীপকে ঘিরে এখনো কিন্তু একটা আক্ষেপ আছে বাংলাদেশ দলের। মালেতে গিয়ে কখনোই স্বাগতিকদের হারাতে পারেনি বাংলাদেশ। মালদ্বীপ-দুর্গ এবারই ভাঙা হয়ে যেতে পারে বলে বিশ্বাস অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা মালদ্বীপকে তাদের মাটিতে হারিয়ে রেকর্ড করতে চাই। সবশেষ টুর্নামেন্টেও বলা হয়েছিল আমরা মালদ্বীপকে ১৮ বছর ধরে হারাতে পারি না। ঠিকই জয় পেয়েছি।’

মালদ্বীপের পর দেশের মাঠে মঙ্গোলিয়ার ফিফা উইন্ডোতে আরেকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রীতি ম্যাচ হলেও এ দুই ম্যাচের একটা তাৎপর্য আছে। জুনে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ বলতে এ দুই ম্যাচই পাচ্ছেন স্প্যানিশ কোচ কাবরেরা। মালেতে যাওয়ার আগে সময় পাওয়া গেছে মাত্র তিন দিন। আজ বেলা ১১টায় মালেতে রওনা দেবে বাংলাদেশ দল। এরই মধ্যে কাবরেরা নিজের চাওয়া সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন জামালদের। কোচের বার্তা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘কাবরেরা সরাসরি বলে দিয়েছেন যে তিনি কী চান, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত