Ajker Patrika

দোহারে করোনা শনাক্ত বেড়ে ৩১১৩ জন

প্রতিনিধি, দোহার
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৮
দোহারে করোনা শনাক্ত বেড়ে ৩১১৩ জন

দোহারে নতুন করে আরও নয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৩ জনে।

গতকাল বুধবার সকাল ৬টা ১৭ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গত মঙ্গলবার উপজেলা থেকে ৩০টি নমুনা পাঠানো হয়। এ থেকে নয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ১০ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন।

ডা. মো. জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত হয়ে বাসায় থেকে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭৮ জন। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে উপজেলার তিনজন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, দোহারে নিয়মিত টিকাদান কেন্দ্র থেকে মঙ্গলবার সিনোফার্মের প্রথম ডোজ ৬২৭ জনকে দেওয়া হয়েছে। এ ছাড়া সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ৯৮ জনকে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও টিকা নেওয়ার আহ্বান জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত