Ajker Patrika

মেকআপে লাগত ৫ ঘণ্টা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৬: ২০
মেকআপে লাগত ৫ ঘণ্টা

এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে রেকর্ডসংখ্যক ১১টি সিনেমা। দর্শকপ্রিয়তা আর ব্যবসায়িক সাফল্যের দৌড়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। নির্মাতা হিমেল আশরাফ ‘প্রিয়তমা’র মতো এ সিনেমায়ও নানা চমক দেওয়ার চেষ্টা করেছেন।

প্রিয়তমায় তিনি নায়িকা করেছেন কলকাতার ইধিকা পালকে, এই সিনেমায় যুক্তরাষ্ট্রের কোর্টনি কোফিকে। আগের সিনেমায় শাকিব খানকে বয়োবৃদ্ধের চরিত্রে হাজির করে চমকে দিয়েছিলেন, এবার তিনি বয়োবৃদ্ধার চরিত্রে হাজির করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

দর্শককে চমক দিতেই সিনেমা মুক্তির আগপর্যন্ত মাহির চরিত্রটি গোপন রেখেছিলেন পরিচালক। শাকিব খানের শৈশবে মাহিকে বর্তমান লুকে দেখা গেলেও শেষ দিকে মাহিকে দেখা গেছে শাকিব খানের ৬৫ বছর বয়সী মায়ের ভূমিকায়। তবে মাহির এই উপস্থিতি দর্শককে কতটা তৃপ্ত করেছে, সেটা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। কেউ বলছেন, মাহি ভালো করেছেন; আবার মাহি ভক্তদের কেউ কেউ বলছেন, নিজের নায়কের মায়ের চরিত্রে অভিনয়টা না করলেই ভালো হতো। তবে সব ছাপিয়ে কথা উঠছে মাহির মেকআপ নিয়ে। কম-বেশি সবাই প্রশংসা করেছেন এমন লুকের। তবে কেউ কেউ বলছেন, মেকআপটা আরও নিখুঁত হতে পারত।

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীতএবার মাহি নিজেই মুখ খুললেন। জানালেন তাঁর মেকআপের রহস্য। বললেন, ‘অনেকেই তো প্রশংসা করছেন। দু-একজন নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু শুটিংয়ের সময় এই মেকআপ আমার কাছে সমস্যা মনে হয়নি।’ 

জানা গেছে, মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকে। ভারত থেকে আনা হয়েছিল মেকআপশিল্পী। মাহি জানিয়েছেন, মেকআপ নিতে সময় লাগত আড়াই ঘণ্টা, তুলতেও আড়াই ঘণ্টা। মেকআপে কোনো রকম ঘাটতি ছিল না।’ 

রাজকুমার সিনেমায় মাহিনায়িকা হয়ে নায়কের মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি গতানুগতিকতা থেকে বের হয়ে যুগের সঙ্গে চলতে চাই। বলিউডে দীপিকা যদি শাহরুখের মায়ের চরিত্র করতে পারেন, আমি কেন শাকিবের মায়ের চরিত্র করতে পারব না? তা ছাড়া পরিচালক জেনে-বুঝেই আমাকে এই চরিত্রে কাস্ট করেছেন।’ 

ঈদ করতে মাহি এখন রয়েছেন রাজশাহীতে। কয়েক দিন পর ঢাকায় ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত