Ajker Patrika

ইউপি নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা

পাবনা প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯: ৩৯
ইউপি নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা

পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের সিংগা গাংখোলা গ্রামের সিরাজুল ইসলাম লাল। সাবেক এই ইউপি সদস্য এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনে প্রচারণায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ব্যানার-ফেস্টুনের খরচ বাঁচিয়ে সেই টাকায় লাউবীজ কিনে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন।

জানতে চাইলে সিরাজুল ইসলাম লাল বলেন, লাখ লাখ টাকা খরচ করে যাঁরা নিজেদের ছবিসহ ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন, সেটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মানুষের কাছে পরিচিত হতে ব্যানার-ফেস্টুনের দরকার হয় না। ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকলেই হয়।

সিরাজুল আরও বলেন, এ পর্যন্ত প্রায় তিন হাজার পরিবারের মধ্যে তিনি লাউবীজ বিতরণ করেছেন। অনেকের লাউগাছের চারা বড় হতে শুরু করেছে। সেসব গাছ থেকে ফল এলে মানুষের উপকার হবে, মানুষ তাঁকেই মনে রাখবেন। কাজের যদি ভালো ফল হয়, তবে তাঁরও ভালো কিছুই হবে বলে মনে করেন তিনি।

মালঞ্চী ইউনিয়নের সিংগা গাংখোলা গ্রামের গৃহবধূ আসমা খাতুন বলেন, সিরাজুল ইসলাম লাল ভালো মনের মানুষ। তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন। নিজের প্রচারণা না করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লাউয়ের বীজ বিতরণ করছেন। এই চিন্তাই-বা কয়জন করেন।

উল্লেখ্য, সংস্কৃতমনা চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম লাল ২০১১ সালের নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে তাঁর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ও হিউম্যান রাইটস পাবনার কার্যকরী সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত