Ajker Patrika

আজ অবরোধ, কাল থেকে হরতাল

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ৫৮
আজ অবরোধ, কাল থেকে হরতাল

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন (২৮) নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। এ ঘটনাকে অপহরণ দাবি করে তাঁর খোঁজ পেতে আজ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করা হবে। এই সময়ে তাঁর সন্ধান না মিললে আগামীকাল থেকে পুরো জেলায় অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করার পাশাপাশি ছয় ঘণ্টা অঘোষিত অবরোধ পালন শেষে সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সকালে বিক্ষোভ মিছিল করে। আওয়ামী লীগের দলীয় অফিস চত্বর থেকে উপজেলা সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে মহামুনি বাসস্টেশনে গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশ থেকে আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ওই কর্মসূচি ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দীন বলেন, আগামীকাল (আজ) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক অবরোধ। এর মধ্যে ইমনের সন্ধান না মিললে পরদিন থেকে পুরো খাগড়াছড়ি জেলায় ঘোষিত কর্মসূচি পালন করা হবে।

বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামুর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ কাদের, আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি এসএম রবিউল ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন।

সভায় বক্তারা বলেন, যুবলীগ নেতা মো. ইমান হোসেন অপহরণের ৪৮ ঘণ্টা পরও প্রশাসন তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। পাহাড়ের অসাম্প্রদায়িক চেতনার রাজনীতির মাঝে সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করতে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী অপহরণ, চাঁদাবাজি, গুম করে পরিবেশ অশান্ত করছে। যুবলীগ নেতা ইমান হোসেনকে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীকে অপহরণের ফল ভোগ করতে হবে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বলেন, যুবলীগ নেতা ইমান হোসেন নিখোঁজ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর খোঁজে তৎপরতা অব্যাহত রেখেছে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও কাজ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত