আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারেও বাস-ট্রাক বন্ধ ছিল। গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো চলে ধর্মঘট। এমন অবস্থায় দূরের গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে ট্রেনপথকে বেছে নেন মানুষেরা। ফলে যাত্রীর চাপ বাড়ে ট্রেনে।
অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকিট পাননি। আবার অনেকে টিকিট না পেয়েও ট্রেনের ওঠার চেষ্টা করেন। এর ফলে যাত্রীদের সামাল দিতে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে। অন্যদিকে বাস-ট্রাক বন্ধ থাকায় সুযোগের ছোট যানগুলো ভাড়া বাড়িয়ে দেয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশনের ডাকে গত শুক্রবার ভোর এ ধর্মঘট শুরু হয়। ফলে বিপাকে পড়েন হাজারো মানুষ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা। এ ছাড়া জরুরি কাজে যাঁদের সান্তাহার থেকে ঢাকায় যাওয়ার কথা তাঁরাও পড়েন বিপাকে।
আদমদীঘির নশরতপুর এলাকার গোলাম রব্বানী বলেন, হঠাৎ পরিবহন ধর্মঘটে কারণে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায় করা ঠিক নয়। তা ছাড়া কৃষকদের পণ্য পরিবহনে জিনিসপত্র না নিয়ে যাওয়ার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাস বন্ধ থাকায় রেলস্টেশনে টিকিটের জন্য এসেছেন নওগাঁ জেলার পিরোজপুর এলাকার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য বের হয়ে রেলস্টেশনে এলাম টিকিটের জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর জানতে পারি টিকিট নেই।’
সাপাহার উপজেলার এক এনজিও চাকরিজীবী এনামুল হক বলেন, ‘সান্তাহার বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না যাওয়ার কারণে এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলোতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।’
উপজেলা মুরইল গ্রামের আমান হোসেন বলেন, ‘বাস চলাচল সম্পর্কে খোঁজখবর নিতে এসেছিলাম। কিন্তু বাস চলাচল কখন শুরু হবে, কেউ তা বলতে পারছেন না। বাস টার্মিনালে ও ঢাকা মোড়ে চলাচলকারী বাসগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে।’
এ বিষয়ে সান্তাহার রেলস্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, ‘গত শুক্রবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ থাকায় সান্তাহার রেলস্টেশনে যাত্রীদের তীব্র চাপ বেড়েছে। পরিবহন না পেয়ে অনেকে ট্রেন স্টেশনে এসে হাজির হন। অতিরিক্ত যাত্রী সামাল দিতে আমরা হিমশিম খাচ্ছি। অনেকে টিকিট না পেলেও জোর করে ট্রেনে ওঠার চেষ্টা করছেন।’
বাস-মিনিবাস মালিক সমিতির বগুড়া জেলার সান্তাহার শাখার সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, ধর্মঘটের কারণে সান্তাহার থেকে কোনো বাস ছাড়ছে না। অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী সব বাস বন্ধ আছে। কেন্দ্রের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারেও বাস-ট্রাক বন্ধ ছিল। গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো চলে ধর্মঘট। এমন অবস্থায় দূরের গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে ট্রেনপথকে বেছে নেন মানুষেরা। ফলে যাত্রীর চাপ বাড়ে ট্রেনে।
অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকিট পাননি। আবার অনেকে টিকিট না পেয়েও ট্রেনের ওঠার চেষ্টা করেন। এর ফলে যাত্রীদের সামাল দিতে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে। অন্যদিকে বাস-ট্রাক বন্ধ থাকায় সুযোগের ছোট যানগুলো ভাড়া বাড়িয়ে দেয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশনের ডাকে গত শুক্রবার ভোর এ ধর্মঘট শুরু হয়। ফলে বিপাকে পড়েন হাজারো মানুষ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা। এ ছাড়া জরুরি কাজে যাঁদের সান্তাহার থেকে ঢাকায় যাওয়ার কথা তাঁরাও পড়েন বিপাকে।
আদমদীঘির নশরতপুর এলাকার গোলাম রব্বানী বলেন, হঠাৎ পরিবহন ধর্মঘটে কারণে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায় করা ঠিক নয়। তা ছাড়া কৃষকদের পণ্য পরিবহনে জিনিসপত্র না নিয়ে যাওয়ার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাস বন্ধ থাকায় রেলস্টেশনে টিকিটের জন্য এসেছেন নওগাঁ জেলার পিরোজপুর এলাকার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য বের হয়ে রেলস্টেশনে এলাম টিকিটের জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর জানতে পারি টিকিট নেই।’
সাপাহার উপজেলার এক এনজিও চাকরিজীবী এনামুল হক বলেন, ‘সান্তাহার বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না যাওয়ার কারণে এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলোতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।’
উপজেলা মুরইল গ্রামের আমান হোসেন বলেন, ‘বাস চলাচল সম্পর্কে খোঁজখবর নিতে এসেছিলাম। কিন্তু বাস চলাচল কখন শুরু হবে, কেউ তা বলতে পারছেন না। বাস টার্মিনালে ও ঢাকা মোড়ে চলাচলকারী বাসগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে।’
এ বিষয়ে সান্তাহার রেলস্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, ‘গত শুক্রবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ থাকায় সান্তাহার রেলস্টেশনে যাত্রীদের তীব্র চাপ বেড়েছে। পরিবহন না পেয়ে অনেকে ট্রেন স্টেশনে এসে হাজির হন। অতিরিক্ত যাত্রী সামাল দিতে আমরা হিমশিম খাচ্ছি। অনেকে টিকিট না পেলেও জোর করে ট্রেনে ওঠার চেষ্টা করছেন।’
বাস-মিনিবাস মালিক সমিতির বগুড়া জেলার সান্তাহার শাখার সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, ধর্মঘটের কারণে সান্তাহার থেকে কোনো বাস ছাড়ছে না। অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী সব বাস বন্ধ আছে। কেন্দ্রের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫