Ajker Patrika

আওয়ামী লীগের একাংশের সভায় ক্ষোভ প্রকাশ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৩২
আওয়ামী লীগের একাংশের সভায় ক্ষোভ প্রকাশ

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশের) কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সন্যাসীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

কর্মিসভা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করা হয়। এ ছাড়া মাঠ পর্যায়ে দলের নেতা–কর্মীদের আরও চাঙা করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি (একাংশের) মুহাম্মদ ইউনুস।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আজম খাঁন, যুগ্ম সম্পাদক মো. আবু ছাদেক, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা মো. শহীদুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ যা করেছে, তা অগঠনতান্ত্রিক। যা আমরা মেনে নিতে পারি না।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘দীর্ঘদিন হয়ে গেলেও আগের কমিটি তৃণমূলে সাংগঠনিক দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে। তাই দলকে চাঙা করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।’

উল্লেখ্য, ১৯ নভেম্বর মো. ফারুককে আহ্বায়ক করে লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত