Ajker Patrika

একুশে পদকপ্রাপ্ত তিনজন গুণীকে সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৬
একুশে পদকপ্রাপ্ত তিনজন গুণীকে সংবর্ধনা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশে পদকপ্রাপ্ত তিন গুণীকে টাঙ্গাইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর), খালেদ মাহমুদ খান (মরণোত্তর) ও ড. সাহানাজ সুলতানা।

গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বুলবুল খান মাহমুদ।

একুশে পদকপ্রাপ্ত মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের পক্ষে তাঁর মেয়ে মির্জা নাহিদ হোসেন বন্যা, খালেদ মাহমুদ খানের পক্ষে তাঁর মেয়ে ফাহিদ খান ও ড. সাহানাজ সুলতানাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয়।

এ ছাড়া একুশের চেতনায় শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে অবদানের জন্য এম জিয়ারত আলীর (মরণোত্তর) পক্ষে মেয়ে আসমা নাসির উদ্দিন, মৃণালেন্দু নন্দী চঞ্চলের (মরণোত্তর) পক্ষে ছেলে সুব্রত নন্দী ও আবদুর রহমান রক্কুর (মরণোত্তর) পক্ষে ছেলে সাম্য রহমানকে জেলা প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উত্তরীয় পড়িয়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত