Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

গণিত

১) পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮০। পিতার বয়স ৩ গুণ হলে পুত্রের বয়স ১০ বছর পরে কত হবে?

(ক) ১৫ (খ) ২০

(গ) ২৫ (ঘ) ৩০

২) পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতে ১ কম কোনটি?

(ক) ১০৯৯৯৯ (খ) ১০৯৯৯৮

(গ) ১০৯৯৮৯ (ঘ) ১০৯৯৯০

৩) দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটি ৩৫ ডিগ্রি হলে অপরটি কত?

(ক) ৩০ ° (খ) ৪০°

(গ) ৫৫° (ঘ) ৬০°

৪) ৮টি শার্টের বিক্রয়মূল্য ১০টি শার্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?

(ক) ১০% (খ) ১৫%

(গ) ২০ % (ঘ) ২৫%

৫) জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি ৪৬ হলে জাকিরের বয়স কত?

(ক) ২৩ (খ) ২৪

(গ) ২৫ (ঘ) ২৬

৬) কোনো সংখ্যার ১ / ৩ অংশ হতে ১ / ৪ অংশ বিয়োগ করলে বিয়োগফল ২০ হয়।

সংখ্যাটি কত?

(ক ২০০ (খ) ২৪০

(গ) ৩০০ (ঘ) ৪০০

৭) একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত?

(ক) 12 বর্গ সেমি

(খ) 18 বর্গ সেমি

(গ) 24 বর্গ সেমি

(ঘ) 36 বর্গ সেমি

৮) কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত?

(ক) ৮ % (খ) ১০%

(গ) ১৫ % (ঘ) ২০%

৯) আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ২০ মিটার। বাগানের পরিসীমা কত?

(ক) ৪৫ (খ) ৫০

(গ) ৯০ (ঘ) ১০০

১০) 3x+5y= 10 এবং x-2y= 3 হলে x/y-এর মান কত?

(ক) 1 / 70 (খ) 1 / 35

(গ) 70 (ঘ) 35

১১) x/y-কে x/z দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে?

(ক) x/y (খ) z/y

(গ) y/z (ঘ) x/z

১২) a/b ও b/a ভগ্নাংশ দুটির গুণফল কত?

(ক) a/ab (খ) 1 /b

(গ) a (ঘ) 1

১৩) ৮, ১১, ১৭, ২৯, ৫৩-এর পরবর্তী সংখ্যাটি কত?

(ক) ৫৯ (খ) ৭৫

(গ) ১০১ (ঘ) ১০২

১৪) 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

(ক) 120 (খ) 792

(গ) 224 (ঘ) 252

১৫) ৫ / ৬-এর ৬ / ৭ ÷ ১০ / ৭-এর সঙ্গে কত যোগ করলে যোগফল ১ হবে?

(ক) ১ /৩ (খ) ১ / ২

(গ) ১ /৪ (ঘ) ২ /৩

১৬) একটি বইয়ের দাম ২৪০ টাকা। এই দাম আসল দামের ৮০%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বইপ্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হবে?

(ক) ২০ টাকা (খ) ৪০ টাকা

(গ) ৫০ টাকা (ঘ) ৬০ টাকা

১৭) তানিয়া শাড়ির দোকানে গিয়ে ১২০০ টাকায় একটি সিল্কের শাড়ি ও ১৮০০ টাকায় একটি থ্রিপিস ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে?

(ক) ৩১২০ (খ) ৩০০০

(গ) ৩১৫০

(ঘ) ৩১৪০

১৮) ৫৫ /৪%-এর সমান কোনটি?

(ক) ১১ / ২০

(খ) ১১ / ৮০

(গ) ১ /৯

(ঘ) ১ / ৮

১৯) কোন সংখ্যার ৩ /৭ অংশ ৪৮-এর সমান?

(ক) ১১০

(খ) ১১১

(গ) ১১২

(ঘ) ১১৩

২০) একটি মোটর গাড়ি ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১০ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে?

(ক) ১.২ (খ) ১.৪

(গ) ১.৫ (ঘ) ১.২৫

উত্তর: ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত