Ajker Patrika

‘মানুষ একদিন আমার ছেলের বিজয় দেখবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৪: ২১
‘মানুষ একদিন আমার ছেলের বিজয় দেখবে’

‘আম্মা তুই ভয় পাস না। আমি কোনো দিন তোরে ফেলায় যাব না’—এমন আবেগঘন কথা বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী মেহেদীর। তাঁর মা ফাতেমা বেগম জানালেন, এক বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বাক্প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল মেহেদী হাসানের। ছেলেকে নিয়ে পরিবার ও সমাজের লোকজনের কাছে কথা শুনতে হয়েছে অনেক। তবু থেমে থাকেনি মায়ের সংগ্রাম। ছেলেকে নিয়ে লড়াই করার উদ্দীপনা আরও বেড়েছে ফাতেমার।

বর্তমানে তেজগাঁও পলিটেকনিকের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান। পাশাপাশি ফুটবল ও অ্যাথলেটিকসের সঙ্গেও যুক্ত আছেন মেহেদী। সাভার বিকেএসপিতে আট বছর ধরে খেলেছেন। ২০১৭ সালে দুবাই অলিম্পিক দৌড়ে স্বর্ণ জিতেছেন তিনি। নিজের প্রতিবন্ধকতাকে পেড়িয়ে ছেলের এমন সাফল্যে মায়ের একটাই কথা, ‘এই ছেলেরে নিয়ে আমি একদিন তাক লাগিয় দেব সবাইকে। যারা ওকে হেয় করে দেখত, তারা দেখবে আমার ছেলের জয়।’ আদাবরে গতকাল মঙ্গলবার সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ নিয়ে আয়োজতি সভায় মেহেদীর মতো অনেক বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত হন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো মনোয়ার হোসেন। তিনি বলেন, বর্তমানে প্রতিবন্ধীদের নিয়ে অনেক কাজ হচ্ছে। তাঁরা অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠলে, তাঁদের নিয়ে গড়ে ওঠা আইনগুলো জানতে পারলে তাঁদের অধিকার আদায়ের পথ সহজ হবে। এই আইন করা হয়েছে যেন তাঁরাও সমাজের অন্য মানুষের মতো স্বাভাবিকভাবেই জীবন যাপন করতে পারেন।

প্রতিবন্ধীদের জন্য বিশেষ কম্পিউটার ল্যাব, বিভিন্ন জেলা ও উপজেলায় সেবা ও স্বাস্থ্যকেন্দ্র বৃদ্ধি, সাহায্যমূলক কর্মকাণ্ডসহ অন্যান্য পদক্ষেপের কথা জানান মনোয়ার।

কেয়ার অ্যান্ড জয় গ্লোবালের প্রতিষ্ঠাতা জাহিদ হোসেন বলেন, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কিছু বিশেষ অধিকার আছে। এই অধিকারগুলো সম্পর্কে জানতে হবে।

এসডিএসএলের কোষাধ্যক্ষ হাসিবা হাসান জয়া বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ নিয়ে আমাদের আলোচনার মূল কারণই হচ্ছে এই আইন সম্পর্কে সব অভিভাবক, প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের অন্য মানুষগুলোকে এই আইন সম্পর্কে জানানো। তাঁরা না জানলে অধিকার সম্পর্কে সচেতন হতে পারবেন না। অধিকার সম্পর্কে জানলে তাঁরা আর অবহেলিত হবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত