Ajker Patrika

ডাকাত সন্দেহে দুজনকে ধরে পুলিশে সোপর্দ

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৪১
ডাকাত সন্দেহে দুজনকে ধরে পুলিশে সোপর্দ

বুড়িচং উপজেলার আবিদপুর এলাকায় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটক দুজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি বাসিন্দাদের।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, গত শুক্রবার মধ্য রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর-লোয়ারচর সড়কের আবিদপুর দক্ষিণপাড়া এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় গ্রামের লোকজন তাঁদের ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে দেয়।

গতকাল শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ওই এলাকার একটি সেতুর নিচে পা ভাঙা অবস্থায় আরেকজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তির বরাত দিয়ে উপপরিদর্শক আরও জানান, রাতে জনতার ধাওয়া খেয়ে ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে পা ভেঙে ওই স্থানেই পরে থাকেন তিনি।

আটক দুজন হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনাপুর গ্রামের আবদুল্লাহ আল মামুন (৩৫) ও সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী গ্রামের আবুল হোসেন (৪০)।

আটক দুজনকে আগের একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার বিকেলে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত