Ajker Patrika

সভাপতি-সম্পাদক পদে প্রার্থী ৭২ জন

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ০৬
সভাপতি-সম্পাদক পদে প্রার্থী ৭২ জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য ৭২ জন নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে ৬৮ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স।

জানা গেছে, এসব জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স, উপ-পাঠাগার সম্পাদক আনোয়ার হোসেন এবং সদস্য আশিকুজ্জামান বাপ্পী।

নতুন কমিটি গঠনের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, ‘আমরা পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করব। ক্যাম্পাসের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীবান্ধব এবং অবিতর্কিত একটি কমিটি দেওয়ার বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। খুব দ্রুত কমিটি দিয়ে ক্যাম্পাসের রাজনীতিকে গতিশীল করার ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বর রাতে দীর্ঘ ৫ বছর পর বাকৃবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা বিজ্ঞপ্তিতে ওই ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত