Ajker Patrika

ধর্মীয় নেতাদের সচেতনতায় কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ১১
ধর্মীয় নেতাদের সচেতনতায় কর্মশালা

অভিবাসন প্রক্রিয়ায় ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ এবং তাঁদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরুড়া উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ১৬০ জন ইমাম এবং মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ৪০ জন নারী শিক্ষক অংশ নেন।

গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ আয়োজন করে।

কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এতে সভাপতিত্ব করেন। তিনি কর্মশালার মূল প্রবন্ধ উস্থাপন করেন। এতে নিরাপদ অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন তিনি।

প্রধান অতিথি ছিলেন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সিলর মো. গোলাম মোস্তফা, ফাহিম ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো. রুহুল আমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত