Ajker Patrika

ঈদের ছুটি কাটুক নিশ্চিন্তে

জাকির উদ্দিন আহম্মেদ
ঈদের ছুটি কাটুক নিশ্চিন্তে

করোনার কারণে গত দুই বছর আমরা ঘরবন্দী ঈদ উদ্‌যাপন করেছি। কিন্তু এবার আমরা কেউ নাড়ির টানে যাচ্ছি বাড়িতে, আবার কারও হয়তো পরিকল্পনা দেশের ভেতরে বা বাইরে কোথাও বেড়াতে যাওয়ার। এবার লম্বা ছুটি পেয়ে সবাই যার যার মতো করে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন। অনেকেই হয়তো ভুলে যাবেন নিজ নিজ অফিস, বাসা, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সুরক্ষার কথা। ঈদের ছুটিতে আমাদের অসচেতনতার কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়াও অসম্ভব নয়। তবে আমরা যদি কিছুটা সচেতন হই তাহলে অনেকাংশে এই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাওয়া সম্ভব।

যেহেতুআমরা ঈদের ছুটি কাটাতে চাই নিশ্চিন্তে ও আনন্দে, সেহেতু আমাদের একটু সচেতন হতেই হবে। অফিস, বাসাবাড়ি, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের চুরি বা অগ্নিদুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রতিরোধের জন্য সুরক্ষা ও নিরাপত্তার বিভিন্ন ডিভাইস স্থাপন করতে পারি। আমরা জানি না বিপদের সময় ওই সব ডিভাইস সঠিকভাবে কাজ করবে কি না। অথবা আমাদের অনুপস্থিতিতে ডিভাইসগুলো সম্পূর্ণ সচল থাকবে কি না।

সব ধরনের চিন্তাকে মুক্তি দিয়ে আসুন, আমরা জেনে নিই ঈদের ছুটি নিশ্চিত ও আনন্দদায়ক করতে হলে আমাদের কী কী করতে হবে। আপনার অফিস, বাসাবাড়ি, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা ও ফায়ার অ্যালার্ম সিস্টেম স্থাপন করা হলে, ছুটিতে যাওয়ার আগে নিচের বিষয়গুলো পরীক্ষা করে নিতে হবে।
সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে: প্রতিটি সিসিটিভি ক্যামেরা সচল আছে কি না, অথবা বৈদ্যুতিক মিটারের মেইন সুইচ বন্ধ করে দিলে প্রতিটি ক্যামেরা ও রেকর্ডার সচল থাকবে কি না।

রেকর্ডারের হার্ড ডিস্ক ড্রাইভ কার্যকর ও পর্যাপ্ত স্পেস আছে কি না।রিমোট ভিউর জন্য ইন্টারনেট-সংযোগ সচল আছে কি না। রিমোট ভিউ সফটওয়্যার (মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ) সচল আছে কি না। রিমোট ভিউ ও অপারেশন অ্যাকসেস, যেমন ই-মেইল, এসএমএস, ছবি, নোটিফিকেশনগুলো সচল অথবা সঠিক অ্যাড্রেসে আছে কি না। 
ফায়ার অ্যালার্ম সিস্টেমের ক্ষেত্রে: ফায়ার অ্যালার্ম সিস্টেমের কন্ট্রোল প্যানেলের ব্যাটারি চেক করতে হবে, চার্জ হচ্ছে কি না, চার্জ থাকছে কি না এবং ইলেকট্রিসিটি অফ করার পর অন্তত ১৫ মিনিট ডিভাইসগুলো চলছে কি না।

কন্ট্রোল প্যানেলের সঙ্গে যদি জিএসএস মডিউল সংযুক্ত থাকে তাহলে সিম সচল আছে কি না। সিমের ভেতর এসএসএস দেওয়ার জন্য পর্যাপ্ত রিচার্জ আছে কি না। 
কোনো কোনো প্রতিষ্ঠানে ফায়ার অ্যালার্ম সিস্টেমের ফলস অ্যালার্ম হয় বলে অনেকেই বেলের সংযোগটি বিচ্ছিন্ন করে রাখেন, তা পুনরায় সংযোগ দেওয়া হয়েছে কি না।
প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড ফায়ার অ্যালার্ম সিস্টেম প্যানেলের পর্যবেক্ষণ অথবা পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ফায়ার হাইড্রেন্ট ও স্প্রিংকলার সিস্টেমের ক্ষেত্রে: পানির রিজার্ভ ট্যাংকে পর্যাপ্ত পানি আছে কি না।

ফায়ার পাম্পের বিদ্যুৎ-সংযোগ সঠিক আছে কি না।ফায়ার পাম্পে (ডিজেলচালিত) পর্যাপ্ত পরিমাণ ডিজেল আছে কি না এবং ব্যাটারির সংযোগ সঠিক আছে কি না। 
পাম্প রুমের ডেলিভারি রাইজারে পানির প্রেশার (প্রেশার গেজ) সঠিক আছে কি না।প্রতিষ্ঠান বন্ধ করার আগে একেবারে শেষ প্রান্তের হোজ রিল চালু করে পানির প্রেশার এবং সম্পূর্ণ সিস্টেম ন্যূনতম ১ মিনিটের জন্য চালু করে দেখতে হবে।এই করণীয়গুলো ঈদের ছুটির আগেই দায়িত্বের সঙ্গে সেরে নিতে হবে। আমরা জানি, বিভিন্ন বন্ধের সময় দুর্ঘটনা বৃদ্ধি পায়। তাই আসুন, আমরা নিজের জীবন ও সম্পদ সুন্দর এবং নিরাপদ রাখি। এই ঈদ হোক সবার আনন্দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত