Ajker Patrika

বাক্‌ প্রতিবন্ধী শিশু উদ্ধার

­বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৩: ৩৩
বাক্‌ প্রতিবন্ধী শিশু উদ্ধার

বাগেরহাট আড়াই বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী একটি ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে বাগেরহাট শহরের দক্ষিণ হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে সাবেক পৌর কাউন্সিলর অহিদুজ্জামানের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যান। পরবর্তীতে অহিদুজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম যুবরাজ শিশুটিকে স্কুলের গেটে রেখে আসেন।

হাড়িখালী গ্রামের মাহমুদা বেগম বলেন, বেলা ১১টার কিছু পরে স্কুলের সামনে দেখি কোনো অভিভাবক ছাড়া একটি শিশু হাঁটাহাঁটি করছে। আমি কাছে যেতেই আমার কোলে উঠে। এরপর থেকে আর নামছে না। পরে আমি বিদ্যালয়ের শিক্ষকদের জানাই।

মনিরা বেগম নামের আরেক নারী বলেন, সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে দেখি কালো বোরকা পরিহিত মধ্যবয়সী এক নারী একটি শিশুকে কোল থেকে রাস্তার ওপর নামিয়ে জোড় পায়ে হেঁটে গেল। শিশুকে রেখে কেন চলে যাচ্ছেন জানতে চাইলে, কোনো কথা না বলে দ্রুত সে চলে যায়। পরে জানতে পারি শিশুটি হেঁটে সাবেক কাউন্সিলর অহিদের বাড়িতে গেছে।

সাবেক পৌর কাউন্সিলর অহিদুজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম যুবরাজ বলেন, ১১টার দিকে বাড়ি এসে দেখি ঘরের সামনে একটি শিশু বাবার মোটরসাইকেল ধরে খেলছে। কিন্তু এই শিশুকে আমরা কেউ চিনি না। স্কুলের কোনো অভিভাবকের সন্তান ভেবে শিশুটিকে স্কুলের গেটে দিয়ে যাই আমরা।

দক্ষিণ হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুজ্জামান বলেন, বাঁক প্রতিবন্ধী শিশুটিকে স্থানীয় এক নারী আমাদের এখানে নিয়ে আসেন। ছেলে শিশুটির স্বাস্থ্য ভালো, তবে কোনো কথা বলতে পারে না। হাঁটা-হাটি করতে চায় না, মানুষের কোলে থাকতে ভালোবাসে। আমরা বাগেরহাট সদর থানায় খবর দেই। পুলিশ শিশুটিকে নিয়ে গেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার মো. সোহেল পারভেজ বলেন, শিশুটিকে আপাতত শহরের দশানীস্থ সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশু পরিবারেই তার সেবা যত্ন করা হবে। শিশুটির পরিবারকে খুঁজে পেতে, আমাদের সব অফিসে তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাসহ বিভিন্ন মাধ্যমে আমরা শিশুটির পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত