সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’ মুক্তি পাচ্ছে আজ। সিনেমার গবেষণা, কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সাজেদুল আউয়াল। পরিচালনায় উজ্জ্বল কুমার, সহপ্রযোজক বদরুন নেছা খানম।
গতকাল থেকে বাংলাদেশের হলগুলোতে চলছে ভারতীয় সিনেমা ‘অ্যানিমেল’। রণবীর কাপুর অভিনীত এ সিনেমা নিয়ে উন্মাদনা চলছে ভারতসহ সারা বিশ্বে। ফলে ঢাকার ভেতরে কোনো হলে শো পায়নি মৃত্যুঞ্জয়ী। রাজধানীর বাইরে ১৫টি হলে দেখা যাবে সিনেমাটি। হলগুলো হলো সংগীতা (খুলনা), মধুমিতা (মাগুরা), প্রিয়া (ঝিনাইদহ), মোহন (হবিগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), আলো রূপা (লালমনিরহাট), তুলী (নাভারণ), পূরবী (মনিরামপুর), পূর্বাশা (শান্তাহার), শঙ্খমহল (ডুমুরিয়া), রাজিয়া (নাগরপুর), অবসর (বিরামপুর), মিলন (মাদারীপুর), অবকাশ (ফুলবাড়ী) ও সোনালী (ঘোড়াহাট)।
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে নির্মাতা উজ্জ্বল জানান, বাংলাদেশি বংশোদ্ভূত হিমাংশু প্রায় ৫০ বছর পর দেশে আসে ‘বাংলাদেশে চিত্রকলায় মুক্তিযুদ্ধের প্রতিফলন’ শীর্ষক গবেষণার জন্য। হিমাংশুর গবেষণার মধ্য দিয়ে উঠে আসে এ দেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধের সময় ফেলে যাওয়া হিমাংশুর জন্মভিটা, তার হারিয়ে যাওয়া শৈশব। নির্মাতা বলেন, ‘মুক্তিযুদ্ধের অনেক না-বলা অধ্যায় উঠে এসেছে সিনেমায়। আশা করি ভিন্ন ধরনের একটি চলচ্চিত্র ও এর নির্মাণশৈলী উপভোগ করবেন দর্শক।’
২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় অভিনয় করেছেন হামিদুর রহমান, জাহিদ হোসেন শোভন, আমিনুর রহমান মুকুল, কাজী রাজু, মাসুম বাশার, ফারজানা ছবি, আশরাফুল আশীষ প্রমুখ। চিত্রগ্রহণে আহমেদ হিমু, সম্পাদনা, শব্দ ও রং বিন্যাসে সুজন মাহমুদ। আবহসংগীত করেছেন এবাদুল হক সৈকত।
সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’ মুক্তি পাচ্ছে আজ। সিনেমার গবেষণা, কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সাজেদুল আউয়াল। পরিচালনায় উজ্জ্বল কুমার, সহপ্রযোজক বদরুন নেছা খানম।
গতকাল থেকে বাংলাদেশের হলগুলোতে চলছে ভারতীয় সিনেমা ‘অ্যানিমেল’। রণবীর কাপুর অভিনীত এ সিনেমা নিয়ে উন্মাদনা চলছে ভারতসহ সারা বিশ্বে। ফলে ঢাকার ভেতরে কোনো হলে শো পায়নি মৃত্যুঞ্জয়ী। রাজধানীর বাইরে ১৫টি হলে দেখা যাবে সিনেমাটি। হলগুলো হলো সংগীতা (খুলনা), মধুমিতা (মাগুরা), প্রিয়া (ঝিনাইদহ), মোহন (হবিগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), আলো রূপা (লালমনিরহাট), তুলী (নাভারণ), পূরবী (মনিরামপুর), পূর্বাশা (শান্তাহার), শঙ্খমহল (ডুমুরিয়া), রাজিয়া (নাগরপুর), অবসর (বিরামপুর), মিলন (মাদারীপুর), অবকাশ (ফুলবাড়ী) ও সোনালী (ঘোড়াহাট)।
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে নির্মাতা উজ্জ্বল জানান, বাংলাদেশি বংশোদ্ভূত হিমাংশু প্রায় ৫০ বছর পর দেশে আসে ‘বাংলাদেশে চিত্রকলায় মুক্তিযুদ্ধের প্রতিফলন’ শীর্ষক গবেষণার জন্য। হিমাংশুর গবেষণার মধ্য দিয়ে উঠে আসে এ দেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধের সময় ফেলে যাওয়া হিমাংশুর জন্মভিটা, তার হারিয়ে যাওয়া শৈশব। নির্মাতা বলেন, ‘মুক্তিযুদ্ধের অনেক না-বলা অধ্যায় উঠে এসেছে সিনেমায়। আশা করি ভিন্ন ধরনের একটি চলচ্চিত্র ও এর নির্মাণশৈলী উপভোগ করবেন দর্শক।’
২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় অভিনয় করেছেন হামিদুর রহমান, জাহিদ হোসেন শোভন, আমিনুর রহমান মুকুল, কাজী রাজু, মাসুম বাশার, ফারজানা ছবি, আশরাফুল আশীষ প্রমুখ। চিত্রগ্রহণে আহমেদ হিমু, সম্পাদনা, শব্দ ও রং বিন্যাসে সুজন মাহমুদ। আবহসংগীত করেছেন এবাদুল হক সৈকত।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫