Ajker Patrika

কমিউনিটি ক্লিনিক ভিত্তিক টিকাদান

ভালুকা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭: ০১
কমিউনিটি ক্লিনিক ভিত্তিক টিকাদান

ভালুকায় কমিউনিটি ক্লিনিকভিত্তিক কোভিড-১৯ টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় গতকাল রোববার ও শনিবার দুই দিনে দুই হাজার তিন শ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।

রোববার উপজেলার মেদুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক হাজার ২০০ ও শনিবার পানিভান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ১০০ নারী-পুরুষকে এই টিকা দেওয়া হয়। সকাল থেকেই টিকা কেন্দ্রেগুলোয় নারী-পুরুষ সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায়।

ওই দুটি কেন্দ্রেই স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলামের নেতৃত্বে ও মনিরুজ্জামান মনিরের তত্ত্বাবধানে এ টিকা দেওয়া হয়। টিকা কার্যক্রমের উদ্বোধন করেন মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রুবেল, ইউপি সদস্য মো. মিয়াজ উদ্দিন, ইউপি সদস্য মুজিবর রহমান ও এনামুল হক প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হান্নান টিকা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত