Ajker Patrika

দরিদ্রের পাশে ‘আশ্রয়’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৪: ০১
দরিদ্রের পাশে ‘আশ্রয়’

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ার বাজেহারচর এলাকার ভ্যানচালক রিপন হাওলাদারের বসতঘর আগুনে পুড়ে যায় এক মাস আগে। ক্ষতিগ্রস্ত ঘর পুনরায় নির্মাণের সক্ষমতা ছিল না তাঁর। রিপনের অসহায়ত্বের কথা জানতে পেরে স্থানীয় তরুণদের সংগঠন ‘আশ্রয়’ এগিয়ে আসে। ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন দিয়ে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

শুধু রিপন হাওলাদার নয়, উপজেলার অসহায়, এতিম, দরিদ্র মানুষের জন্য খাদ্য, বস্ত্র দিয়েও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে সংগঠনটি।

স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামপর্যায়ে নানা ধরনের সামাজিক কাজ করে যাচ্ছে। চার বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক নানা কাজও করছে সংগঠনটি। উপজেলার উৎরাইল নয়াবাজারে সংগঠনটির অফিস।

জানা গেছে, বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ছুটে যাওয়া, শীতার্তদের বস্ত্র, ঈদ বা উৎসবে হতদরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। ঈদে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী দেয় সংগঠনটি। এবারের শীতে উপজেলার সূর্যনগর, বন্দরখোলা এবং পুলিয়ার আড়িয়াল খাঁ নদীর পাড়ে আশ্রয় নেওয়া বেদেপল্লি ও ছিন্নমূল ১৩০ জনকে কম্বল দেয় আশ্রয়। গত তিন বছরে ৩০০ এতিম মাদ্রাসাশিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ ছাড়া ২০১৮ সালে ৩০টি পরিবারকে ইফতারিসামগ্রী দেয় স্বেচ্ছাসেবী এই সংগঠন।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, মাদ্রাসার এতিমখানায় ৩০ জনকে শীতবস্ত্র দিয়েছে সংগঠনটি। এ ছাড়া কোরআন শরিফও দিয়েছে তারা।

দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে সংগঠনটি। বিউটি আক্তার নামের স্থানীয় এক নারী বলেন, ‘ঈদে সংগঠন থেকে খাদ্য পাই। শীতবস্ত্রও দেয়। এ ছাড়া একটি সেলাই মেশিনও দেওয়ার চেষ্টা করছে। এ জন্য সেলাইয়ের কাজ শিখছি।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. শামীম হোসেন বলেন, স্বল্প পরিসরে ইউনিয়নভিত্তিক কাজ করা হচ্ছে। শীতবস্ত্র, খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক সমস্যায় সহযোগিতা করা হয়। শিক্ষাসামগ্রী কিনে দেওয়া, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে।

সংগঠন সূত্রে জানা গেছে, দরিদ্র মহিলাদের সেলাই মেশিন ও গাভি কিনে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি।

স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক মিয়াউল আলম চৌধুরী বলেন, ‘গ্রামভিত্তিক সামাজিক কাজে তরুণ-যুবকেরা সম্পৃক্ত হচ্ছে, এটা নিঃসন্দেহে শুভ উদ্যোগ। মাদকসহ সামাজিক ব্যাধির মাত্রা কমিয়ে আনতে সামাজিক কাজের বিকল্প নেই। আমরাও তাঁদের উৎসাহ দিচ্ছি। পাশে থাকছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত