Ajker Patrika

অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ১১
অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

নরসিংদীর রায়পুরায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক রফিকুল ইসলামকে হত্যার পর ভাড়ায় চালিত অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দীর একটি বাড়ি থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার অলিপুরা ইউনিয়নের সাহেবনগর এলাকার মো. ইকবাল মিয়া, বাবু মিয়া ও উত্তরবাখরনগর ইউনিয়নের শফিকুল ইসলাম। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৭ অক্টোবর উপজেলার অলিপুরা ইউনিয়নের সাহেবনগর এলাকার একটি শিমখেত থেকে চালক রফিকুলের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি একই জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। ওই ঘটনার পরদিন গত শুক্রবার রফিকুলের ছেলে আলতাব মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, ‘অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই চালক রফিকুলকে হত্যা করা হয়েছে বলে দায় শিকার করেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত