Ajker Patrika

পটুয়াখালীতে জেলা ইজতেমা শুরু

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭
পটুয়াখালীতে জেলা ইজতেমা শুরু

পটুয়াখালীতে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজবাদ আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে জেলা ইজতেমা। সদর উপজেলা লোহালিয়া ইউনিয়নের শৌলা ব্রিজ সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের প্রায় ৫ হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। এ ছাড়া দলে দলে ইজতেমা মাঠে আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

জানা গেছে, মুসল্লিদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বাস চটের অস্থায়ী স্থাপনা দিয়ে ইজতেমার আয়োজন করেছে সাদ পন্থী মাখরাজ মসজিদের সদস্যরা। অজু-গোসল ও রান্না করার জন্য ভিন্ন ভিন্ন স্থানে ব্যবস্থা করা হয়েছে। জেলা ইজতেমায় প্রায় ৭ থেকে ১০ হাজার মুসলমানদের সমাগম হবে বলে মনে করেন আয়োজকেরা।

ইজতেমার জিম্মাদার মাহামুদুর রহমান লিটু বলেন, বাদ ফজর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগত মুসল্লিরা তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনছেন।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথিরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মাঠের নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। রয়েছে ১০০ জন পাহারাদার।

এ ছাড়া ইজতেমা সফল করতে পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আশ্বাস দিয়েছে। ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। আগামী ১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত