Ajker Patrika

দুই হোটেল মালিককে জরিমানা

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০: ১৯
দুই হোটেল মালিককে জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্যতালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বরমী বাজারের জনতা হোটেলকে ১০ হাজার ও সিগনেচার হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার আজকের পত্রিকা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ও ৩৮ ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত