Ajker Patrika

ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ৩৯
ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

পাবনার চাটমোহরে প্রকৃত ব্যবসায়ীদের সদস্যপদ বাতিল, অব্যবসায়ীদের সদস্যপদ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

ভুক্তভোগী ২৪ জন ব্যবসায়ীর পক্ষে কে এম রাসেল রহমান সম্প্রতি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এসব অভিযোগ তুলে নির্বাচন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে কে এম রাসেল রহমান উল্লেখ করেন, ১৪ জানুয়ারি চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে ২১৭ জন ভোটারের ভোটাধিকার হরণ করেছেন সমিতির সাবেক সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব। এ ছাড়াও শতাধিক ব্যক্তিকে প্রতিষ্ঠানবিহীন ও প্রবাসে থাকলেও ভোটার বানানো হয়েছে। মৃত ব্যক্তিকেও ভোটার বানানো হয়েছে। ৩ বছর মেয়াদি এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও অবৈধভাবে তাঁরা আরও ৩ মাস কমিটি পরিচালনা করেন। এ সময় তাঁদের অর্থনৈতিক কর্মকাণ্ড অবৈধ বলে প্রতিবাদ করায় ২০০৬ সালের শ্রম আইন লঙ্ঘন করে তাঁরা ২১৭ জনের সদস্যপদ বাতিল করেন। সমিতির অধিকাংশ সদস্যের মতামত উপেক্ষা করে আবারও ক্ষমতায় থাকার জন্য নিজেদের মনোনীত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। অস্বচ্ছ আর্থিক লেনদেনসহ অনিয়মতান্ত্রিকভাবে ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। আবেদনকারীরা চাটমোহর ব্যবসায়ী সমিতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধারে দ্রুত এই অবৈধ নির্বাচন বাতিল ও তাঁদের ভোটাধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন বলেন, সমিতির ২৫ লাখ টাকা আটকে রেখে সমিতিকে ক্ষতিগ্রস্ত করে তাঁরাই মিথ্যা অভিযোগ করেছেন। আর্থিক খাতে প্রতিবছর অডিট করা হয়। তাই আর্থিক অনিয়ম করার সুযোগ নেই।

সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব বলেন, অভিযোগকারী ব্যবসায়ীরা মূলত ঋণখেলাপি। গঠনতন্ত্র মোতাবেক ঋণখেলাপিরা ভোটার বা প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশন আমাদের পছন্দমতো লোকদের দিয়ে গঠন করার অভিযোগ ভিত্তিহীন। সাধারণ সভায় সর্বসম্মতিতে কমিশন গঠন করা হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে আলোচনা এবং তাঁদের গঠনতন্ত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত