
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর শিরোপা জিততে পারেনি—এমন দৃশ্য কখনো কি চোখে পড়েছে? অবশ্য ফাইনালে হৃদয়ভঙ্গের কষ্ট তাদেরও পেতে হয়েছে তিনবার। সবশেষটি ১৯৮১ সালে, প্যারিসে লিভারপুলের কাছে। এরপর আমস্টারডাম থেকে মিলান—কতখানেই তো ইতিহাস লিখেছে, ইউরোপ জিতেছে। তবে লন্ডনের ওয়েম্বলিতে কখনো শিরোপা জেতা হয়নি।
হবে কী করে! রিয়াল ব্রিটেন সফরে ওল্ড ট্রাফোর্ড, অ্যানফিল্ড, ইতিহাদে খেললেও ২০১৭ সালের আগে কখনো ওয়েম্বলিতে খেলেনি। এবার কি ঐতিহাসিক এই স্টেডিয়ামে প্রথমবার ফাইনাল খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধার করতে পারবে লস ব্লাঙ্কোসরা? স্বদেশে ফেরা জুড বেলিংহাম অবশ্য সেই আশাই করছেন, ‘আমি এখানে এসেছি কারণ, জিততে চাই এবং সেই আশাই করছি।’
বেলিংহামের এই স্বপ্ন পূরণ করতে হৃদয় ভাঙতে হবে সাবেক সতীর্থদের। ১২ মাস আগে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন তিনি। মাদ্রিদে প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচের মধ্যে রিয়াল হেরেছে মাত্র ২টি। এমন দুর্দান্ত ফর্মে থাকা ‘মিথিক্যাল মাদ্রিদের’ বিপক্ষে আজ ‘এসিড টেস্ট’ দিতে হবে রূপকথার পাখির মতো উড়তে থাকা ডর্টমুন্ডকে। সেই পরীক্ষায় ওয়েম্বলিতে হলুদ দেয়াল তুলে ‘অলহোয়াইটদের’ থামাতে পারবে তো জার্মান ক্লাবটি? কোচ এদিন তেরজিচ অবশ্য মনে করেন, ফাইনালে যেকোনো কিছুই সম্ভব। তবে রিয়ালকেই ফেবারিট মানছেন এমরে কান। দুই দিন আগে ডর্টমুন্ড অধিনায়ক বলেছেন, ‘রিয়াল ফেবারিট, এটা সবাই জানে। তবে আমরা যা করতে পারি সবকিছুই করব।’
ডর্টমুন্ড একমাত্র চ্যাম্পিয়নস লিগ জিতেছে ১৯৯৭ সালে। আর সবশেষ ফাইনাল খেলেছে ২০১২-১৩ মৌসুমে। সেবার তারা হেরেছিল ওয়েম্বলিতেই। সে সময় টারজিচ ছিলেন ক্লাবটির অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ। আর এখন এই ৪১ বছরের জার্মান কোচের অধীনে পুরোনো দুঃখ ভোলার আশায় ডর্টমুন্ড। অধরা চ্যাম্পিয়নস লিগ জিতে বিদায় নিতে পারবেন তো ডর্টমুন্ডের লম্বা সময়ের সঙ্গী মার্কো রয়েস, নাকি রিয়ালের হয়ে শেষ ম্যাচ রাঙাবেন টনি ক্রুস—এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে রাতে।
দুই দলের প্রথম ফাইনালে অবশ্য পরিসংখ্যান এগিয়ে রাখছে রিয়ালকে। রেকর্ড ১৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। টুর্নামেন্টে দুই দলের আগের ১৪ বারের দেখায় রিয়াল জিতেছে ৬ বার, ডর্টমুন্ড ৩টি, ড্র হয়েছে ৫ ম্যাচ। এবার জিতলে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতবেন মাদ্রিদের ইতালিয়ান ‘ডন’ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর শিরোপা জিততে পারেনি—এমন দৃশ্য কখনো কি চোখে পড়েছে? অবশ্য ফাইনালে হৃদয়ভঙ্গের কষ্ট তাদেরও পেতে হয়েছে তিনবার। সবশেষটি ১৯৮১ সালে, প্যারিসে লিভারপুলের কাছে। এরপর আমস্টারডাম থেকে মিলান—কতখানেই তো ইতিহাস লিখেছে, ইউরোপ জিতেছে। তবে লন্ডনের ওয়েম্বলিতে কখনো শিরোপা জেতা হয়নি।
হবে কী করে! রিয়াল ব্রিটেন সফরে ওল্ড ট্রাফোর্ড, অ্যানফিল্ড, ইতিহাদে খেললেও ২০১৭ সালের আগে কখনো ওয়েম্বলিতে খেলেনি। এবার কি ঐতিহাসিক এই স্টেডিয়ামে প্রথমবার ফাইনাল খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধার করতে পারবে লস ব্লাঙ্কোসরা? স্বদেশে ফেরা জুড বেলিংহাম অবশ্য সেই আশাই করছেন, ‘আমি এখানে এসেছি কারণ, জিততে চাই এবং সেই আশাই করছি।’
বেলিংহামের এই স্বপ্ন পূরণ করতে হৃদয় ভাঙতে হবে সাবেক সতীর্থদের। ১২ মাস আগে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন তিনি। মাদ্রিদে প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচের মধ্যে রিয়াল হেরেছে মাত্র ২টি। এমন দুর্দান্ত ফর্মে থাকা ‘মিথিক্যাল মাদ্রিদের’ বিপক্ষে আজ ‘এসিড টেস্ট’ দিতে হবে রূপকথার পাখির মতো উড়তে থাকা ডর্টমুন্ডকে। সেই পরীক্ষায় ওয়েম্বলিতে হলুদ দেয়াল তুলে ‘অলহোয়াইটদের’ থামাতে পারবে তো জার্মান ক্লাবটি? কোচ এদিন তেরজিচ অবশ্য মনে করেন, ফাইনালে যেকোনো কিছুই সম্ভব। তবে রিয়ালকেই ফেবারিট মানছেন এমরে কান। দুই দিন আগে ডর্টমুন্ড অধিনায়ক বলেছেন, ‘রিয়াল ফেবারিট, এটা সবাই জানে। তবে আমরা যা করতে পারি সবকিছুই করব।’
ডর্টমুন্ড একমাত্র চ্যাম্পিয়নস লিগ জিতেছে ১৯৯৭ সালে। আর সবশেষ ফাইনাল খেলেছে ২০১২-১৩ মৌসুমে। সেবার তারা হেরেছিল ওয়েম্বলিতেই। সে সময় টারজিচ ছিলেন ক্লাবটির অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ। আর এখন এই ৪১ বছরের জার্মান কোচের অধীনে পুরোনো দুঃখ ভোলার আশায় ডর্টমুন্ড। অধরা চ্যাম্পিয়নস লিগ জিতে বিদায় নিতে পারবেন তো ডর্টমুন্ডের লম্বা সময়ের সঙ্গী মার্কো রয়েস, নাকি রিয়ালের হয়ে শেষ ম্যাচ রাঙাবেন টনি ক্রুস—এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে রাতে।
দুই দলের প্রথম ফাইনালে অবশ্য পরিসংখ্যান এগিয়ে রাখছে রিয়ালকে। রেকর্ড ১৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। টুর্নামেন্টে দুই দলের আগের ১৪ বারের দেখায় রিয়াল জিতেছে ৬ বার, ডর্টমুন্ড ৩টি, ড্র হয়েছে ৫ ম্যাচ। এবার জিতলে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতবেন মাদ্রিদের ইতালিয়ান ‘ডন’ কার্লো আনচেলত্তি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫