Ajker Patrika

স্কুলের শহীদ মিনারই শেষ ভরসা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৮
স্কুলের শহীদ মিনারই শেষ ভরসা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৭০ বছরেও নির্মিত হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতিবছর সিরাজদিখান উচ্চবিদ্যালয় ও রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারের কোনো একটিতে উপজেলা প্রশাসন ও উপজেলাবাসী শহীদদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে আসছেন।

১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনে সালাম, জব্বার, বরকতসহ অনেকে প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছে মাতৃভাষার অধিকার। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি, যে জাতি মাতৃভাষার জন্য আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। এখন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন বাধ্যতামূলক করা হয় এবং শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের সম্মান জানানো হয়।

রাজনৈতিক নেতা-কর্মী ও বাসিন্দারা জানান, তাঁরা প্রতিবছরই সিরাজদিখান উচ্চবিদ্যালয় বা রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদবেদিতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। এই উপজেলায় একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা দরকার। তাই প্রশাসনের কাছে তাঁদের দাবি, এবার যেন একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করে দেয়। তাহলে এ উপজেলার সর্বস্তরের মানুষ শহীদ মিনারের ফুল দিয়ে ভাষাসৈনিকদের সম্মান জানাতে পারবে।

বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া বলেন, ‘১৯৫২ সালে সালাম, জব্বার, বরকতরা মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন। কিন্তু ৭০ বছর পেরোলেও এ উপজেলায় এখন পর্যন্ত একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়নি। তাই এবার যেন নতুন একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়, এটাই আমাদের প্রাণের দাবি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত উপজেলা পরিষদের আশপাশের স্কুলের শহীদ মিনারই উপজেলাবাসীর কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা আলাদা করে উপজেলা পরিষদ আঙিনায় শহীদ মিনার, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিসৌধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যে বালু ভরাটের কাজ শেষ হয়েছে, নতুন ভবনের সামনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত