Ajker Patrika

৩ ভোটে হার, পুনরায় গণনার দাবি প্রার্থীর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ১৯
৩ ভোটে হার, পুনরায় গণনার দাবি প্রার্থীর

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী রজব আলী ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে তিনি এ দাবি জানান।

ওই ইউপি সদস্য প্রার্থী মো. রজব আলীর দাবি, গত বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন। এ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলাল হোসেন (মোরগ) প্রতীকে নির্বাচন করেন। ভোট গ্রহণ শেষে তিনি ফুটবল প্রতীকে ৪৯৪ এবং বেলাল হোসেন মোরগ প্রতীকে ৪৯৭ ভোট পান। কিন্তু ভোটের দিন মাত্র ৩ ভোটে পরাজয়ের কারণে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাকে প্রাপ্ত ভোট পুনরায় গণনার দাবি জানান মো. রজব আলী ও তাঁর নিযুক্ত দুই এজেন্ট। কিন্তু তাঁদের দাবিকে অগ্রাহ্য করে দ্রুত ফলাফল ঘোষণা করে ভোট গণনার কাজ সমাপ্ত করেন প্রিসাইডিং কর্মকর্তা শরিফ বিন আমিন।

এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা শরিফ বিন আমিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে বিয়াঘাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, আবেদনটি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত