Ajker Patrika

হারার ক্ষোভে ভাঙল সাঁকো

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১: ৪৫
হারার ক্ষোভে ভাঙল সাঁকো

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে পরাজিত এক প্রার্থীর সমর্থকেরা খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো ভেঙে দিয়েছে। এতে কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় অর্ধলাখ মানুষ।

ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি এলাকায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার সুঘাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে আবু সাঈদ খাঁন রঞ্জু (টিউবওয়েল প্রতীক) ও নুরুন্নবী মণ্ডল হিটলার (মোরগ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আবু সাঈদ খাঁন রঞ্জু পরাজিত হন। গত শুক্রবার গভীর রাতে তার সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে সাঁকোটি ভেঙে ফেলেন।

সরেজমিনে দেখা যায়, খালের ওপর নির্মিত সাঁকোটি ভেঙে ফেলায় চলাচলে বিপাকে পড়েছেন উপজেলার চর কল্যাণী, চরবেলগাছী, চরবিনোদপুর ও বেলগাছি গ্রামের মানুষ।

অভিযোগ অস্বীকার করে নির্বাচনে পরাজিত রঞ্জু বলেন, ‘এ ধরনের কাজ করার জন্য আমি কাউকে নির্দেশ দিইনি। আমি অপরাধীদের বিচার দাবি করছি।’

স্থানীয় ব্যবসায়ী শামীম রেজা বলেন, ‘সাঁকোটি যাঁরা ভেঙেছে তাঁদের বিচার করতে হবে। এখন আমাদের প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে শহরে যেতে হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম বলেন, ‘সাঁকো ভেঙে ফেলার ব্যাপারে লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি অবগত হয়েছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’

খালটির ওপর স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, গ্রাম-গঞ্জে যেখানেই বাঁশের সাঁকো রয়েছে সেখানে পাকা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ওই জায়গায় দ্রুততম সময়ের মধ্যে সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত