Ajker Patrika

ভাবমূর্তি নষ্ট করায় মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯: ০৬
ভাবমূর্তি নষ্ট করায় মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সরকারি কর্মচারী ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা যখন অশোভন আচরণ, অশ্লীল কথাবার্তা বলে বেড়ান, তখন দেশের নারী নেত্রীরা এত সোচ্চার হন না। বিএনপিও তাঁদের সেসব নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।’

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য ইশরাক হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য শোনার পরও বিএনপি তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তখন বিএনপির কাউকে বিবৃতি দিতে দেখি নাই। সরকারি দলের কেউ এমন আচরণ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক। কিন্তু তাদের (বিএনপি) ক্ষেত্রে সবাই কেন নিশ্চুপ ছিলেন এটাই আমার প্রশ্ন।’

সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘তারুণ্যের তর্জনী’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ী ১০০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর ‘দিগন্ত আলোক রেখা’ শিরোনামের একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত