Ajker Patrika

টাকা বেশি দিয়েও কম গতির ইন্টারনেট

প্রতিনিধি, নোয়াখালী
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৭
টাকা বেশি দিয়েও কম গতির ইন্টারনেট

নোয়াখালীতে ইন্টারনেট সেবায় সরকারি নিয়ম-নীতি মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিয়েও গ্রাহকেরা ভালো গতি পাচ্ছেন না। ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ জুন সরকারি ঘোষিত ‘এক দেশ এক রেট’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাচ্ছেন না নোয়াখালীর গ্রাহকেরা। ১ সেপ্টেম্বর থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী এমবিপিএস হিসেবে যে টাকা নির্ধারণ করা হয়েছে, তার যথাযথ সেবা নেই।

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী কয়েকজন গ্রাহক বলেন, ৫ এমবিপিএস গতির জন্য তাঁরা ৭০০ টাকা দিচ্ছেন। কিন্তু নির্ধারিত গতির ইন্টারনেট পাচ্ছেন না। একটি ৫০ এমবির ভিডিও ডাউনলোড করতে বেশ সময় নিচ্ছে। সাধারণ গ্রাহকেরা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বারবার বললেও সমাধান হচ্ছে না। বরং তাঁদের কম্পিউটারে সমস্যা আছে বলে মন্তব্য করছেন ব্যবসায়ীরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ এমবিপিএস গতির জন্য ৫০০ টাকা, ১০ এমবিপিএস গতির জন্য ৮০০ ও ২০ এমবিপিএস-এর জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়। দেখা যায়, জেলার বেশির ভাগ গ্রাহক ব্যবহার করছেন ৫ এমবিপিএস ও ১০ এমবিপিএস। ২০ এমবিপিএস গতির গ্রাহক হাতেগোনা।

৫ ও ১০ এমবিপিএস গতি ব্যবহারকারীরা জানান, ৫ এমবিপিএস ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ এমবিপিএস পাচ্ছেন। তাও নিয়মিত নয়, মাঝে মাঝে। একই অবস্থা ১০ এমবিপিএস ব্যবহারকারীদেরও। ৫ ও ১০ এমবিপিএস গতির টাকা নেওয়া হলেও স্পিড দেওয়া হচ্ছে তার অর্ধেক।

জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জের ইন্টারনেট ব্যবহারকারী একাধিক গ্রাহক বলেন, সরকারি নির্দেশনার আগে তাঁরা ৫ এমবিপিএস গতির জন্য ৮০০-১০০০ টাকা দিয়েছেন। এখন সরকারি নির্দেশনা অনুযায়ী ৫০০ টাকা নেওয়ার কথা হলেও, ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে নিচ্ছেন ৭০০-৮০০ টাকা। কিন্তু সে হিসেবে ইন্টারনেটের গতি অনেক কম।

জেলা শহর মাইজদীর কিছু ব্যবসায়ী সরকারি নির্দেশনা মানলেও, বেশির ভাগ উপজেলা শহরের ব্রডব্যান্ড ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানছেন না।

নোয়াখালী ইন্টারনেট ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, এ ব্যবসার সঙ্গে ৬০ জনের বেশি ব্যবসায়ী যুক্ত আছেন। এঁদের মধ্যে বড়জোর দুই শতাংশের সরকারি নির্দিষ্ট দপ্তরের লাইসেন্স আছে। অন্যরা নিজেদের ইচ্ছামতো টাকা নিচ্ছেন এবং সেবা দিচ্ছেন। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন সমিতি ও সাধারণ গ্রাহকেরা।

নাম প্রকাশ না করা শর্তে জেলা পর্যায়ের একাধিক ব্রডব্যান্ড ব্যবসায়ী বলেন, সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী গতি দিতে গেলে ব্যবসা করা কোনোভাবে সম্ভব নয়। তাঁদের দাবি, ঢাকা থেকে প্রতি এমবিপিএস নিতে তাঁদের খরচ হচ্ছে ৯০ টাকা। আবার তা হাউসে পৌঁছে দিতে খরচ হচ্ছে আরও ৫০ টাকা, সব মিলিয়ে প্রতি এমবিপিএস গতি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ হচ্ছে ১৫০-১৬০ টাকা। এ ক্ষেত্রে ৫ এমবিপিএস গতিতে ব্যবসায়ীর প্রায় সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হচ্ছে। এ জন্য ব্যবসায়ীরা সরকারের ওই নির্দেশনাকে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত