সিনেমা হলে দর্শক ফেরাতে অনেকেই মাল্টি কাস্টিং সিনেমা নির্মাণের কথা বলেন। তবে মাল্টি কাস্টিং সিনেমা নির্মাণেও ঘটে নানা বিড়ম্বনা। সেটাই নাকি হাড়ে হাড়ে টের পাচ্ছেন নির্মাতা জসিম উদ্দীন জাকির। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শুরু করেছিলেন ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিং। দুই বছর পার হয়ে গেলেও শেষ হয়নি সিনেমার কাজ।
অভিনয়শিল্পীদের শিডিউল জটিলতায় কয়েক দফা বন্ধ ছিল শুটিং। নানা জটিলতা কাটিয়ে শুটিং শেষ করলেও নির্মাতার সামনে আসে ডাবিং জটিলতা। অনেকেই ডাবিংয়ের শিডিউল দেননি কিংবা ডাবিং শেষ করেননি। শিল্পীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নির্মাতা। অবশেষে গতকালের এক ফেসবুক স্ট্যাটাসে বদলে গেল পরিস্থিতি। নির্মাতার মুখে এখন স্বস্তির হাসি।
ডাবিং সমস্যার কথা জানিয়ে গতকাল ফেসবুকে একটি পোস্ট দেন নির্মাতা জাকির। সেখানে তিনি জানান, যাঁরা শিডিউল দিচ্ছেন না, তাঁদের ছাড়াই শেষ হবে সিনেমার বাকি কাজ। প্রয়োজনে অন্যদের দিয়ে ডাবিং করাবেন। সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘কাজের আগে ফুল পেমেন্ট করলে এর চেয়ে ভালো ফল আশা করা যাবে না।’
এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই শিল্পীরা যোগাযোগ করেছেন নির্মাতার সঙ্গে। দিয়েছেন ডাবিংয়ের শিডিউল। এমনটাই জানালেন নির্মাতা। জসিম উদ্দীন জাকির বলেন, ‘সমস্যা সমাধানের জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। শেষ মুহূর্তে বাধ্য হয়েই স্ট্যাটাসটি দিয়েছি। যাঁদের নিয়ে সমস্যা ছিল, তাঁরা সবাই স্ট্যাটাসটি পড়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ডাবিংয়ের জন্য শিডিউল দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে বাকি থাকা ডাবিংয়ের কাজ শুরু করব।’
জসিম উদ্দীন জাকির আরও বলেন, ‘আমি জানি, মাল্টি কাস্টিং সিনেমার ক্ষেত্রে শিডিউলজনিত সমস্যা হতে পারে। এই সিনেমায় যারা কাজ করছে, তারা সবাই ব্যস্ত শিল্পী। কিন্তু যার যার জায়গা থেকে এগিয়ে এলেই সমাধান হয়ে যেত। এই দায়িত্ববোধটা অনেকের নেই। দুই বছরেও একটি সিনেমার কাজ শেষ করতে পারলাম না। কত স্বপ্ন ছিল এই সিনেমা নিয়ে। সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছে। বক্তব্য দেওয়ার সময় আমরা সবাই বলি আমাদের সিনেমা। কিন্তু বাস্তবে তা বিশ্বাস করি না। মায়া সিনেমাটি করতে গিয়ে এটাই উপলব্ধি হয়েছে।’
নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মায়া। জাকির বলেন, ‘ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। তাই রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রেমের গল্পে নির্মিত এ সিনেমায় তিন নায়ক আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এই তিনজনেরই নায়িকা শবনম বুবলী।
সিনেমা হলে দর্শক ফেরাতে অনেকেই মাল্টি কাস্টিং সিনেমা নির্মাণের কথা বলেন। তবে মাল্টি কাস্টিং সিনেমা নির্মাণেও ঘটে নানা বিড়ম্বনা। সেটাই নাকি হাড়ে হাড়ে টের পাচ্ছেন নির্মাতা জসিম উদ্দীন জাকির। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শুরু করেছিলেন ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিং। দুই বছর পার হয়ে গেলেও শেষ হয়নি সিনেমার কাজ।
অভিনয়শিল্পীদের শিডিউল জটিলতায় কয়েক দফা বন্ধ ছিল শুটিং। নানা জটিলতা কাটিয়ে শুটিং শেষ করলেও নির্মাতার সামনে আসে ডাবিং জটিলতা। অনেকেই ডাবিংয়ের শিডিউল দেননি কিংবা ডাবিং শেষ করেননি। শিল্পীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন নির্মাতা। অবশেষে গতকালের এক ফেসবুক স্ট্যাটাসে বদলে গেল পরিস্থিতি। নির্মাতার মুখে এখন স্বস্তির হাসি।
ডাবিং সমস্যার কথা জানিয়ে গতকাল ফেসবুকে একটি পোস্ট দেন নির্মাতা জাকির। সেখানে তিনি জানান, যাঁরা শিডিউল দিচ্ছেন না, তাঁদের ছাড়াই শেষ হবে সিনেমার বাকি কাজ। প্রয়োজনে অন্যদের দিয়ে ডাবিং করাবেন। সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘কাজের আগে ফুল পেমেন্ট করলে এর চেয়ে ভালো ফল আশা করা যাবে না।’
এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই শিল্পীরা যোগাযোগ করেছেন নির্মাতার সঙ্গে। দিয়েছেন ডাবিংয়ের শিডিউল। এমনটাই জানালেন নির্মাতা। জসিম উদ্দীন জাকির বলেন, ‘সমস্যা সমাধানের জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। শেষ মুহূর্তে বাধ্য হয়েই স্ট্যাটাসটি দিয়েছি। যাঁদের নিয়ে সমস্যা ছিল, তাঁরা সবাই স্ট্যাটাসটি পড়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ডাবিংয়ের জন্য শিডিউল দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে বাকি থাকা ডাবিংয়ের কাজ শুরু করব।’
জসিম উদ্দীন জাকির আরও বলেন, ‘আমি জানি, মাল্টি কাস্টিং সিনেমার ক্ষেত্রে শিডিউলজনিত সমস্যা হতে পারে। এই সিনেমায় যারা কাজ করছে, তারা সবাই ব্যস্ত শিল্পী। কিন্তু যার যার জায়গা থেকে এগিয়ে এলেই সমাধান হয়ে যেত। এই দায়িত্ববোধটা অনেকের নেই। দুই বছরেও একটি সিনেমার কাজ শেষ করতে পারলাম না। কত স্বপ্ন ছিল এই সিনেমা নিয়ে। সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়ে যাচ্ছে। বক্তব্য দেওয়ার সময় আমরা সবাই বলি আমাদের সিনেমা। কিন্তু বাস্তবে তা বিশ্বাস করি না। মায়া সিনেমাটি করতে গিয়ে এটাই উপলব্ধি হয়েছে।’
নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মায়া। জাকির বলেন, ‘ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। তাই রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রেমের গল্পে নির্মিত এ সিনেমায় তিন নায়ক আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এই তিনজনেরই নায়িকা শবনম বুবলী।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫