Ajker Patrika

কর্মজীবী মায়েদের অর্থসহায়তা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
কর্মজীবী মায়েদের অর্থসহায়তা

ঝালকাঠি জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় সরকার ২ লাখ ৪৬৯ হাজার ৩৩৪ জন মাকে ৫৯ কোটি ১২ লাখ ১ হাজার ৬০০ টাকা সহায়তা দিয়েছে।

কর্মজীবী দরিদ্র মা ও শিশুর স্বাস্থ্য পুষ্টির উন্নয়নের লক্ষ্যে সরকার প্রতি মাসে প্রত্যেক মাকে ৮০০ টাকা করে ৩ বছর মেয়াদে ভাতা দেয়। ২০১১-১২ অর্থ বছর থেকে বাংলাদেশের ৬৪ জেলার সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় উপকার ভোগী নির্বাচন করা হয়।

২০২১-২২ অর্থ বছরে ঝালকাঠি পৌরসভায় ২০৫ জন উপকার ভোগী নির্বাচন করে মোট ১০০০ উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। ঝালকাঠি পৌরসভায় নতুন করে উপকার ভোগী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় তাঁদের নিয়ে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে গত বৃহস্পতিবার দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত