Ajker Patrika

বন্দরকে গতিশীল করার উদ্যোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭: ২১
বন্দরকে গতিশীল করার উদ্যোগ

আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে পণ্য আমদানি-রপ্তানিকারক ও ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে গত বুধবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বন্দরের সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন), পরিচালক (প্রশাসন), হারবার মাস্টার, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, সহ বন্দরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমুদ্র বাণিজ্যের দূরদর্শিতার সানে রেখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ বন্দরের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, এ বন্দর কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময়েও অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ জাহাজ ও কার্গো হ্যান্ডেলিং করে বন্দরের রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ সময় মোংলাকে আন্তর্জাতিক বন্দরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।

সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কাস্টমস কমিশনার, যুগ্ম-কমিশনার, ব্যবস্থাপক (বাণিজ্যিক) ইপিজেড, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক মোংলা বন্দর শাখার ব্যবস্থাপক, বিএডিসির যুগ্মপরিচালক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত