সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর খননের মাটি অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে ইটভাটাসহ নানান ভরাট কাজে। উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বয়রাগাদী গ্রামের মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ওই মাটি মাহিন্দ্রা ও ট্রাকে পরিবহন করায় পাকা রাস্তার বিভিন্ন অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। প্রায় দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাটি বহন করা মাহিন্দ্রা গাড়ি চলার কারণে উপজেলার বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। এ ছাড়া ধুলায় একাকার হয়ে গেছে এলাকা। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না।
বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি টেলিকম দোকানের মালিক মো. সেলিম বলেন, ‘আমার দোকানের সামনে সরকারি পাকা রাস্তা ভেঙে ফেলেছে মাটি বহনকারী মাহিন্দ্রা গাড়িতে। এতে আমরা গত সোমবার একটি গাড়িকে আটক করে এক হাজার টাকা জরিমানা করি।’
কয়েকজন গ্রামবাসী জানান, কয়েক দিন ধরে এই পুকুর খনন করছেন গিয়াসউদ্দিন। সেই পুকুর খনন করা মাটি বহন করা গাড়ি রাতদিন ধরে চলার কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। তা ছাড়া ধুলায় চলাচল করা যায় না। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। এই ধুলায় বাড়িঘর ভরে গেছে, তাঁরা খাবার খেতে পারেন না। প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
অটোরিকশাচালক মো. রুবেল শেখ বলেন, ‘রাস্তার ওপরে যে পরিমাণ কাদামাটি পড়ে রয়েছে, যেকোনো সময় গাড়ি উল্টে পড়ে যেতে পারে। যে মাটি বিক্রি করছেন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার।’
মাটি ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, ‘এই পুকুরের মাটি গিয়াসউদ্দিন সাহেব বিক্রি করেছেন, আমি কিনেছি। প্রতি গাড়ি ৭০০-৮০০ টাকায় কিনেছি।’
অভিযুক্ত মো. গিয়াসউদ্দিন বলেন, ‘আমি কার থেকে অনুমতি নেব? আমি মাটি বিক্রি করছি, কিন্তু ইটভাটায় বিক্রি করি নাই। যে রাস্তার ক্ষতির কথা বলছেন, সেটি কোনো দিক দিয়ে গেছে, আগে সেটা জেনে তারপর আমাকে ফোন দেবেন। এই বলে ফোন কেটে দেন।’
বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘আগে জানতাম না, আপনার মাধ্যমে এখন জানলাম। আমি সরেজমিন দেখে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘আমি ওই এলাকায় লোক পাঠাচ্ছি। লোকজন গিয়ে আমাকে জানালে ব্যবস্থা নেব।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘পরিবেশদূষণ হলে যথাযথ ব্যবস্থা নেব।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর খননের মাটি অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে ইটভাটাসহ নানান ভরাট কাজে। উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বয়রাগাদী গ্রামের মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ওই মাটি মাহিন্দ্রা ও ট্রাকে পরিবহন করায় পাকা রাস্তার বিভিন্ন অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। প্রায় দুই কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মাটি বহন করা মাহিন্দ্রা গাড়ি চলার কারণে উপজেলার বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। এ ছাড়া ধুলায় একাকার হয়ে গেছে এলাকা। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না।
বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি টেলিকম দোকানের মালিক মো. সেলিম বলেন, ‘আমার দোকানের সামনে সরকারি পাকা রাস্তা ভেঙে ফেলেছে মাটি বহনকারী মাহিন্দ্রা গাড়িতে। এতে আমরা গত সোমবার একটি গাড়িকে আটক করে এক হাজার টাকা জরিমানা করি।’
কয়েকজন গ্রামবাসী জানান, কয়েক দিন ধরে এই পুকুর খনন করছেন গিয়াসউদ্দিন। সেই পুকুর খনন করা মাটি বহন করা গাড়ি রাতদিন ধরে চলার কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। তা ছাড়া ধুলায় চলাচল করা যায় না। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। এই ধুলায় বাড়িঘর ভরে গেছে, তাঁরা খাবার খেতে পারেন না। প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
অটোরিকশাচালক মো. রুবেল শেখ বলেন, ‘রাস্তার ওপরে যে পরিমাণ কাদামাটি পড়ে রয়েছে, যেকোনো সময় গাড়ি উল্টে পড়ে যেতে পারে। যে মাটি বিক্রি করছেন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার।’
মাটি ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, ‘এই পুকুরের মাটি গিয়াসউদ্দিন সাহেব বিক্রি করেছেন, আমি কিনেছি। প্রতি গাড়ি ৭০০-৮০০ টাকায় কিনেছি।’
অভিযুক্ত মো. গিয়াসউদ্দিন বলেন, ‘আমি কার থেকে অনুমতি নেব? আমি মাটি বিক্রি করছি, কিন্তু ইটভাটায় বিক্রি করি নাই। যে রাস্তার ক্ষতির কথা বলছেন, সেটি কোনো দিক দিয়ে গেছে, আগে সেটা জেনে তারপর আমাকে ফোন দেবেন। এই বলে ফোন কেটে দেন।’
বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘আগে জানতাম না, আপনার মাধ্যমে এখন জানলাম। আমি সরেজমিন দেখে যথাযথ ব্যবস্থা নেব।’
উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘আমি ওই এলাকায় লোক পাঠাচ্ছি। লোকজন গিয়ে আমাকে জানালে ব্যবস্থা নেব।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘পরিবেশদূষণ হলে যথাযথ ব্যবস্থা নেব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫