Ajker Patrika

কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ৪৯
কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। এ সময় ৩৫টি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। গত বৃহস্পতিবার উপজেলার কলসি ফুকরা গ্রামে বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংঘর্ষ থামাতে বেশ কয়েকটি টিয়ার সেল ও শটগানের গুলি করে পুলিশ। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান জানান, আধিপত্য বিস্তার নিয়ে কলসি ফুকরা গ্রামের দেলোয়ার হোসেন দুলু সরদার ও এস এম আবু বক্কার সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ফেসবুকে বিভিন্ন ধরনের উসকানিমূলক স্ট্যাটাস দিলে দুজনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বিকেল থেকে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ঢাল-সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় উভয় পক্ষের প্রায় ৩৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ রায়হান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলমসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত