Ajker Patrika

টানা তৃতীয় জয় শাহ আলম মজুমদারের

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ১৭
টানা তৃতীয় জয় শাহ আলম মজুমদারের

খাগড়াছড়ির রামগড়ের রামগড় ইউনিয়ন পরিষদে (ইউপিতে) টানা তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ আলম মজুমদার। তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

শাহ আলম মজুমদার ৫ হাজার ৭১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে করিমুল হক মজুমদার পেয়েছেন ২ হাজার ৪৯০ ভোট।

গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাতাছড়া ইউপির থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া রামগড় ইউপির ২ নম্বর পাতাছড়া ইউপিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে বর্তমান ইউপি চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, বরুন বিকাশ রোয়াজা ও অংসালা মারমা মনোনয়নপত্র প্রত্যাহার করায় নৌকা প্রতীকের প্রার্থী কাজী নুরুল আলম আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন।

উল্লেখ্য, রামগড় ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন, নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

এ ছাড়া পাতাছড়া ইউপিতে সাধারণ সদস্য পদে ২৩ জন সংরক্ষিত সদস্য পদে ১৩ জন নির্বাচন করেন।

উপজেলা নির্বাচনী অফিস সূত্রে জানা যায়, ১ নম্বর রামগড় ইউপিতে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪২৪ এবং নারী ৫ হাজার ৯১ জন ভোটার রয়েছে।

অপরদিকে পাতাছড়া ইউপিতে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৭০ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৫ জন, নারী ৫ হাজার ৮৫ জন। দুই ইউপিতে ১৮টি ভোট কেন্দ্রে ৫৮টি ভোটকক্ষে ভোট গ্রহণ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত