Ajker Patrika

সেই শিশুর ঠাঁই হলো বাবার কোলে

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮: ১৪
সেই শিশুর ঠাঁই হলো বাবার কোলে

চাঁদপুরের হাজীগঞ্জে বড় মসজিদে নারীদের নামাজের স্থানে রেখে যাওয়া শিশুর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শিশুটিকে তার বাবার কাছে তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

শিশুটির নাম আয়েশা সিদ্দিকা। সে রামগঞ্জ উপজেলার জয়পুরা পুরানবাড়ী রাজমিস্ত্রী আজাদ হোসেন ও মা জান্নাতুল ফেরদৌস মিতুর সন্তান।

এদিকে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার সময় শিশুটিকে তাঁর মা রেখে যান বলে অভিযোগ করেন বাবা আজাদ হোসেন। স্বামী আজাদ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৫-৬ মাস ধরে তাঁদের কলহ চলছে। তাঁর স্ত্রী মিতু শাহরাস্তিতে তাঁদের গ্রামে ছিলেন। সেখানে থেকে কোলের শিশুটিকে মসজিদের ওই স্থানে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। গত মঙ্গলবার থেকে তাঁর মোবাইল বন্ধ। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের ছবি দেখতে পান আজাদ। তিনি স্ত্রীর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান।

হাজীগঞ্জের ইউএনও মোমেনা আক্তার বলেন, ‘শিশুটিকে চট্টগ্রামের ছোটমনি নিবাসে পাঠানোর সকল প্রস্তুতি নেওয়ার পর পরিবারের সন্ধান মিলে। পরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদের তদন্ত শেষে শিশুর পরিবারের পরিচয় নিশ্চিত হই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত